ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগান ও বনায়নের নামে

বগুড়ায় রেলের জমি দখল

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ অক্টোবর ২০১৬

বগুড়ায় রেলের জমি দখল

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ ফুলের বাগান ও বনায়নের নামে রেলের ভূমি প্রকাশ্যে দখলের নতুন কৌশল অবলম্বন করেছেন বগুড়ার এক ব্যক্তি। তার নাম পুটু তালুকদার। তিনি স্যানিটারি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। রেল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের চোখে ধোঁকা দিয়ে ভূমিদখলের এই অভিনব কৌশল বিস্মিত হওয়ার মতোই। বগুড়া শহরের স্টেশন রোড হয়ে চওড়া সড়ক ধরে তিন মাথার দিকে যাওয়ার সময় জামিলনগর এলাকায় সরকারী আজিজুল হক কলেজ নতুন ভবনের গেটের সামনে রেললাইন ঘেঁষে রেলের ভূমি দখলি প্রক্রিয়া শুরু হয়েছে। সড়কের একধারে তাকালেই দেখা যাবে সামিয়ানা টাঙিয়ে তার ভেতরে ফুলের টব সাজিয়ে কিভাবে দখলের পাঁয়তারা চলছে। মাস ছয়েক আগে ওই চওড়া সড়কের মিডিয়ামে (ডিভাইডার নামে পরিচিত) পুটু তালুকদার ফুলের গাছ ও অন্যান্য বৃক্ষ রোপণ করে বাগান সৃষ্টি করে সাধারণের দৃষ্টি আকর্ষণ করেন। সকলে ভেবেছিল পরিবেশ রক্ষায় এবং শহরের সৌন্দর্য বর্ধনে তিনি মহৎ(!) এক কাজ করছেন। তার এই কথিত মহত্ব অল্পদিনেই প্রকাশ হতে থাকে। তিনি সড়কের পশ্চিম দিকে রেললাইন সংলগ্ন রেলের ভূমিতে সামিয়ানা টাঙিয়ে কথিত নার্সারি শুরু করেন। তারপর তিনি কথিত নার্সারির দৈর্ঘ্য বাড়াতে থাকেন। স্টিলের পাটাতন বসিয়ে পেছনে বোর্ড লাগানো শুরু করেছেন। বৃক্ষের গায়ে বড় পেরেক মেরে বিজ্ঞাপনের বোর্ড আটকাতে থাকেন। দখল শুরু হয়ে যায় এভাবে। তারপর আর থেমে থাকেনি। তার দখলের জায়গা বাড়তেই থাকে। তিনি এখন ওই জায়গায় অবকাঠামো বানাবার প্রক্রিয়া শুরু করেছেন। খোঁজখবর করে জানা যায় তিনি সেই জায়গায় অবকাঠামো বানিয়ে ভাড়া দেয়ার উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে দখলদারের প্রতিনিধির সঙ্গে কথা হলে জানান, প্রথমে জানান জায়গা কিনে নিয়েছেন। রেলের ভূমি কিভাবে কিনলেন তা জিজ্ঞাসা করলে বলেন, রেলের ওই ভূমি লিজ নেয়ার কাগজপত্র ঠিকঠাক করছেন। সেখানে তিনি বাগান করবেন। তবে একাধিক সূত্র জানায়, ওই ভূমি একজন লিজ নিয়েছেন। সেই ব্যক্তির নাম পাল্টে পুটু তালুকদার নিজের নামে লিজ করে নেয়ার চেষ্টা করছেন। এই বিষয়ে রেলের এক সূত্র জানায়, রেল লাইনের উভয় পাশে ১৩ মিটারের মধ্যে কোন স্থাপনা গড়া সম্পূর্ণ নিষেধ। সরকারী আজিজুল হক কলেজ নতুন ভবনের গেটের সামনে এবং রেল ক্রসিং ঘেষে পুটু তালুকদার সামিয়ানা টাঙিয়ে দখলের চেষ্টা করছেন তা কার্যত বৈধ নয়। ইতোপূর্বে রেলের ভূমি নানাভাবে দখল হয়ে অবকাঠামো গড়ে তোলা হয়েছে। তবে নাসার্রি ও ফুলের বাগান তৈরি করে সাধারণ মানুষকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দখলের চেষ্টা একেবারে অভিনব। বিষয়টি লোকমুখে এক কান থেকে আরেক কানে ফিরলে লোকজন হতবাক হয়ে যায়। বরাবরি রেলের ভূমি দখল হয়ে যাচ্ছে আর প্রশাসন কোন কারণে নীরব।
×