ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ আশ্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান আসমার

প্রকাশিত: ০৫:৪৯, ২১ অক্টোবর ২০১৬

নিরাপদ আশ্রয়ের  প্রস্তাব প্রত্যাখ্যান  আসমার

সিরিয়ার ফার্স্টলেডি আসমা আল-আসাদ যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নিরাপদ আশ্রয়ে যেতে দেয়ার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ওই সুযোগের পরিবর্তে তিনি তার স্বামী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পাশেই থাকতে চান বলে জানান। রাশিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া ২৪ কে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা জানিয়েছেন। আসমা সাক্ষাতকারে বলেন, তিনি বিশ্বাস করেন যে, যারা তাকে নতুন ঠিকানা দেয়ার প্রস্তাব দিচ্ছেন তারা তার স্বামীকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন দেখতে চান না। তবে তাকে কে বা কারা এই প্রস্তাব দিয়েছেন তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, হ্যাঁ, আমাকে সিরিয়া ত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিল। প্রস্তাবের মধ্যে আমার সন্তানদের নিরাপত্তাসহ আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও ছিল। এই প্রস্তাবের পেছনে কারা আছেন, তার জন্য বেশি বুদ্ধিও প্রয়োজন নেই। -বিবিসি
×