ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জিম ইয়ং কিম

প্রকাশিত: ০৫:১৭, ১৮ অক্টোবর ২০১৬

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জিম ইয়ং কিম

স্টাফ রিপোর্টার ॥ দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অসাধারণ সাফল্য দেখতে ঢাকায় আসা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ধানম-ি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর সাড়ে ১০টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে যান কিম। সেখানে বিশ্বব্যাংক প্রধানকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। জাদুঘরে উপস্থিত কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সেখানে প্রায় এক ঘণ্টা সময় কাটান এবং জাদুঘরের প্রতিটি অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা কিম। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তীতে ৩২ নম্বরের এই বাড়িটিকে ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ ঘোষণা করা হয়।
×