ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রুশ ভার্সিটিছাত্রীর বিচার শুরু

প্রকাশিত: ০৫:১২, ১৮ অক্টোবর ২০১৬

সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রুশ ভার্সিটিছাত্রীর বিচার শুরু

অনলাইনে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গীর প্রেমে পড়ে সিরিয়া যাওয়ার চেষ্টার ঘটনায় সন্ত্রাসী তৎপরতার অভিযোগে বারবারা কারায়ুলোভা নামে রাশিয়ার এক শিক্ষার্থীর বিচার শুরু হয়েছে। তিনি প্রখ্যাত মস্কো স্টেট ইউনিভার্সিটিতে দর্শন বিষয়ে পড়ার সময় অনলাইনে এক আইএস জঙ্গীর প্রেমে পড়েন এবং গত বছর সিরিয়া যাওয়ার চেষ্টা করেন। কড়া নিরাপত্তার মধ্যে মস্কোর এক সামরিক আদালতে তার বিচার শুরু হয়েছে। সন্ত্রাস সম্পর্কিত অভিযোগে বারবারার বিচার রাশিয়ার সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সিরিয়ায় আইএসের বিদেশী জঙ্গীদের মধ্যে বিপুলসংখ্যক রুশ নাগরিক রয়েছে। মস্কো দাবি করেছে, আইএসবিরোধী অভিযানে এ পর্যন্ত রুশ ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দুই হাজার ৭শ’ জন নিহত হয়েছে। তবে সিরিয়ায় যুদ্ধরত রুশদের বেশিরভাগই বিশৃঙ্খল উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের। বারবারার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে যোগ দেয়ার প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে। -এএফপি
×