ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৮, ১৭ অক্টোবর ২০১৬

টুকরো খবর

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে হামলা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মহিপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় ছবি বিকৃতের হোতা ছাত্রদল কর্মী সম্রাট ও তার সহযোগী রহিম এবং এনামুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই মহিপুর মৎস্য বন্দরে অবস্থিত ছাত্রদলের পরিচালিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে হামলা ও ভাংচুর চালানো হয়। ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন। প্রায় ঘণ্টাব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের হামলা ও মারধরে আহত হয় মহিপুর থানা ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমান প্যাদা ও সহ-সভাপতি সুমন হাওলাদার ওরফে লম্বা সুমন এবং সভাপতির ছোট ভাই রিয়াজ প্যাদা। মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ছবি চরম নোংরাভাবে বিকৃত করায় বিক্ষুব্ধ লোকজন তিনজনকে ধরে পুলিশে দিয়েছে। স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ অক্টোবর ॥ কিশোরগঞ্জ মডেল কলেজের (স্কুল শাখা) ৭ম শ্রেণীর ছাত্র প্রদীপ্ত দত্তের (১৩) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের কালীবাড়ীর সামনে কিশোরগঞ্জবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে নিহতের সহপাঠী-শিক্ষকম-লী ছাড়াও নানা শ্রেণী-পেশার শত শত লোকজন অংশ নেয়। এ সময় রাস্তার দু’পাশে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে শনিবার সন্ধ্যায় একই দাবিতে শহরের বিজয় চত্বরে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শোককথা শিরোনামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিকর্মী এস হোসেন আকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, কিশোরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, প্রভাষক মশিউর রহমান। গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কানিকাটা রেললাইনের ওপর পড়ে থাকা অবস্থায় শহরের খড়মপট্টির বাসিন্দা কাচারী বাজারের চাল ব্যবসায়ী শ্যামল দত্তের ছেলে স্কুলছাত্র প্রদীপ্ত দত্তের (১৩) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। প্রি-ভোকেশনাল স্কিলস্ প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৬ অক্টোবর ॥ ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়ন পরিষদে রবিবার বেলা ১১টায় রস্ক ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল স্কিলস্ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. এম মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মটস’র পরিচালক আখিলা ডি রোজারিও, রস্ক প্রকল্পের সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান মল্লিক, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন। কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী, অনুষ্ঠান সঞ্চালন করেন আইসিডিপি আর ইনচার্জ মেইন প্রমিথা। প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভাগীয় অফিসে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ নেতাদের আহত করায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। রবিবার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলী। বক্তারা বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেয়ার জন্য শুক্রবার বিকেলে বান্দরোডের বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে প্রস্তুতি সভা চলছিল। এ সময় একই দলের কর্মী কালাম মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন সভায় হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ তিন নেতাকে মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করা না হলে ট্রাক চলাচল বন্ধ করে দেয়ারও হুমকি প্রদর্শন করা হয়। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহকারী, ভেজাল ওষুধ কারখানার মালিক, সিসিইউর নামে প্রতারণা ও লাল রক্তের কালো ব্যবসায়ীদের গ্রেফতার ও শাস্তি প্রদান, চিকিৎসকদের বেআইনী ধর্মঘট না করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে রবিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছে নাগরিক জোট। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আ ফ ম মহসিনের সভাপতিত্বে জন উদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, দৈনিক দেশ সংযোগের সম্পাদক মাহাবুবুল আলম সোহাগ, জাতীয় শ্রমিক লীগ নেতা রনজিৎ কুমার ঘোষ প্রমুখ। চট্টগ্রামে গ্রেফতার ৭২ ॥ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ১৫১টি ইয়াবা উদ্ধার ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৭২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। মহানগর পুলিশ সূত্রে জানানো হয়, অভিযানে ইয়াবা ট্যাবলেট ছাড়াও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এগারটি মামলা দায়ের হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ ৫৬৩টি মামলা দায়ের করে। এরমধ্যে ১৫৬টি মামলা সিএনজি অটোরিক্সা সংক্রান্ত। ২৪ ঘণ্টার অভিযানে আটক করা হয় কাগজপত্রবিহীন ৪২টি যানবাহন। গণপরিবহনে শৃঙ্খলা আনতে পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রবিবার সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বাদল মিয়া (৩০)। সে চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মোঃ ইসহাক মিয়ার ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বাদল মিয়াকে গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত ১ অক্টোবর সেখান থেকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৬ অক্টোবর ॥ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যাকা- ভিন্নখানে নেয়ার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ পরিবেশন করছে, এমন অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকবারী মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার বিচার দাবিতে যারা ভূমিকা পালন করছেন তাদের বিরুদ্ধে এই মামলার আসামিরা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, জেলা বাস কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি । ৩ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ অক্টোবর ॥ আশুলিয়ায় প্রভাবশালীদের দেয়া ৩ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার দুপুরে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিতাস গ্যাসের ৫০ জন শ্রমিক অংশ নেয়। তিতাসের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, কয়েক মাস আগে ওই এলাকায় ৪০/৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বঙ্গবন্ধুর গৃহ শিক্ষকের গণকবর প্রকল্প উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ অক্টোবর ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহ শিক্ষক প-িত মরহুম সাখাওয়াত উল্যার গণকবর প্রকল্প রবিবার উদ্বোধন করা হয়েছে। প্রায় দু’লাখ টাকা এ প্রকল্পের আপাতত ব্যয়ভার ধরা হয়। জেলা পরিষদের উদ্যোগে দুপুরে সদর উপজেলার আলীপুর গ্রামে সৈয়দ উল্যার মাস্টার বাড়িতে এ উপলক্ষে প-িত সাখাওয়াত উল্যার স্মৃতি চারণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক মোঃ শামসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন তাঁতিলীগ জেলা শাখা আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ। বক্তারা জানান, বঙ্গবন্ধু ছোট বেলায় তার গৃহ শিক্ষক প-িত সাখাওয়াত উল্যার সঙ্গে ওই বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের মুরব্বিদের কাছে এ সব খবর শুনেছেন। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের একজন গৃহ শিক্ষক এ গ্রামে শায়িত আছেন জেনে এলাকাবাসী তাদের গর্বিত মনে করছেন।
×