ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ. ফ. ম. মোদাচ্ছের আলী-এর ছড়া

প্রকাশিত: ০৬:৩১, ১৫ অক্টোবর ২০১৬

আ. ফ. ম. মোদাচ্ছের আলী-এর ছড়া

জন্মদিনে রাসেলকে পঁচাত্তরের আগস্ট মাসে পাষ-েরই দল ছিনলো সোনার জীবন প্রদীপ বন্দুকেরই নল। দোষ কি ছিল দোষ কি ছিল রাসেল সোনা মানিক জন্মদিনে পাইনা তোকে আদর দিতে খানিক। অচিন দেশের রাজার ঘরে আছিস ঘুমে তুই স্মরণ তোরে করবে রে ভাই বাংলাদেশের ভুঁই। শুভ দিনে করছি স্মরণ সাইকেলটা তার প্রিয় ছিল, টমির সাথে খেলা এমনি করে সকাল দুপুর কাটতো সারা বেলা। দার্শনিকের নাম ছিল তার বাবার বুকের ধন হাসুর কাছে বায়না সকল যে বুঝে তার মন। রাসেল নামের সেই ছেলেটি খুঁজতো পিতার কোল মামণি তার ঘুম পাড়াতে বলতো নানান বোল। একটু যখন বুদ্ধি হলো স্বাধীন হলো দেশ, বুঝতে তখন পারলো রাসেল মুক্ত পরিবেশ। পঁচাত্তরে আগস্ট মাসে বৃষ্টিভেজা ভোর দৈত্য সেপাই আসলো ছুটে আকাশ কালো ঘোর। পাষ- সব দেয়নি রেহাই ছোট্ট মানিকটাকে আছো বেঁচে রাসেল সোনা লাল সবুজের বাঁকে। তোমার জন্য লাখো আদর অচিন দেশের ভূমে শুভ দিনে করছি স্মরণ ভালোবাসার চুমে। সব শিশুরাই সব শিশুরাই করবে খেলা সব শিশুরাই পড়বে, সব শিশুরাই থাকবে বেঁচে গড়বে জীবন গড়বে। সব শিশুরাই পাবে সমান শিক্ষা সেবা বাসস্থান, সব শিশুরাই নয়কো শ্রমিক বাংলা বিহার রাজস্থান। সব শিশুরাই সব কিছুতেই পাবে সমান অধিকার সব শিশুরাই পাবে সমান দুঃখ ব্যথায় প্রতিকার।
×