ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রহিমা ফুডের মালিকানা পরিবর্তনের খবর ভিত্তিহীন

প্রকাশিত: ০৬:০৩, ১৪ অক্টোবর ২০১৬

রহিমা ফুডের মালিকানা পরিবর্তনের খবর ভিত্তিহীন

খাদ্য-আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের মালিকানা পরিবর্তনের খবর মিথ্যা, ভিত্তিহীন বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, একটি অনলাইন সংবাদ মাধ্যমে কোম্পানিটির মালিকানা পরিবর্তনের খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি জানতে চেয়ে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, সংবাদপত্রে প্রকাশিত খবরের কোন তথ্য আমাদের কাছে নেই। প্রকাশিত খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদপত্রে প্রকাশিত অধিকাংশ তথ্য বিভ্রান্তিকর বলে জানায় কোম্পানিটি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৫০ কোটি টাকার কর ফাঁকির খবরটি মিথ্যা বলে জানায় কোম্পানিটি। রহিমা ফুডের সকল শুভাকাক্সক্ষীদের এ ধরনের গুজব থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×