ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিত: ০৬:১৮, ১২ অক্টোবর ২০১৬

পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচী পালন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ অক্টোবর ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেয়াসহ ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনঃবহালের দাবিতে হাতে লাল পতাকা নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ডে করিম সুপার মার্কেটের সামনে আনজির এ্যাপারেলস লিমিটেড ইউনিট-২ এর কয়েক শ’ শ্রমিক এ অবস্থান কর্মসূচী পালন করে। শ্রমিকরা জানায়, আশুলিয়ার বলিভদ্র এলাকায় অবস্থিত আনজির এ্যাপারেলস লিমিটেড ইউনিট-২ কোন পূর্বঘোষণা ছাড়াই কোরবানির ঈদের আগে বন্ধ করে দেয় মালিকপক্ষ। এছাড়া, মালিকপক্ষ কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই শ্রমিকদের ছাঁটাই করে। এমতাবস্থায় বেকার হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। তাই, বন্ধ কারখানা খুলে দেয়াসহ ছাঁটাইকৃত শ্রমিকদের পুনঃবহালের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়া হবে। সীমান্তে হাতির পায়ে পিষ্ট হয়ে আরও এক আদিবাসীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ অক্টোবর ॥ ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বাছিরাম চাম্বুগং (৬০) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। বাছিরাম ওই গ্রামের মৃত কেন্তারামের ছেলে। ওই সময় বন্যহাতির আক্রমণে একই এলাকার আরও ২ জন আহত এবং একটি গরু মারা যায়। কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে পাহাড় থেকে নেমে আসা ৬০/৭০টি বন্যহাতির একটি দল বাকাকুড়া এলাকায় ফসলি জমিতে হানা দেয়। ওই সময় এলাকার কৃষকরা বন্যহাতির দলকে তাড়াতে যায়। পরে বন্যহাতির দলটি লোকালয়ে হানা দেয়। ওই সময় একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাছিরাম চাম্বুগং মারা যায় এবং আরও ২ জন আহত হন। জেএমবি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেএমবি সদস্য হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে পলাশ ওরফে মিজানুর রহমান (২৮)। পুলিশ জানায়, পলাশ দুটি মামলার পলাতক আসামি। শিয়ালের কামড়ে আহত ১৯ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ অক্টোবর ॥ জেলার পাকুন্দিয়ায় পাগলা শিয়ালের উৎপাত বেড়ে গেছে। সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে নারী-পুরুষসহ অন্তত ১৯ জনকে কামড়ালে তাদের জেলা সদর ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পূজোম-পে পাগলা কুকুর নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ অক্টোবর ॥ সোমবার রাতে আত্রাই উপজেলার তিলাবাদুরী সর্বজনীন দুর্গা মন্দিরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ দর্শনার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ করে উপজেলার তিলাবাদুরী সর্বজনীন দুর্গা মন্দিরে একটি পাগলা কুকুর ঢুকে পড়ে । কুকুরটি দ্রুত সেখানে দর্শনার্থী শিশু তৃপ্তি, ছাব্বির, রাজু, রনি, অর্জুন, তাপস, সুনীল, নিতাইসহ ১২জনকে কামড়ে আহত করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ অক্টোবর ॥ রংলিপির উদ্যোগে শিশুদের শারদীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কালীবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিচারক ছিলেন চিত্রশিল্পী এমএ কাইয়ুম, রিপন চন্দ্র বণিক, মধুশ্রী রায় ও এ্যানি। এ সময় বক্তৃতা করেন শিল্পী অমূল্য রতন সাহা, অশোক কুমার পাল, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, কবি বাঁধন রায় ও রংলিপির স্বত্বাধিকারী গৌতম দেবনাথ।
×