ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএমবির অর্থদাতা রহমানের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৯, ১২ অক্টোবর ২০১৬

জেএমবির অর্থদাতা রহমানের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ অক্টোবর ॥ আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত ‘নব্য জেএমবি’র প্রধান অর্থদাতা আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবুর স্ত্রী শাহানাজ আক্তার রুমির বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি একজন হওয়ায় দুটি মামলার রিমান্ড একসঙ্গে চলবে বলে আদালতের বরাত দিয়ে জানায় পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এ রিমান্ড মঞ্জুর করে। মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মোর্শেদ আলী জানান, আব্দুর রহমানের তিন শিশুসন্তানের মধ্যে দুই ছেলে তাহমিদ (৭) ও জাওয়াত (৫) মায়ের সঙ্গে এবং মেয়ে লাবন্যকে (১১) গাজীপুরের সেফ হোমে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ৮ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলা’-তে অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় পালাতে গিয়ে জানালার গ্রিল কেটে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে মারা যায় আব্দুর রহমান। ওই জঙ্গী আস্তানা থেকে উদ্ধার করা হয় নগদ ৩০ লাখ টাকা, গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, মোবাইল ফোন জ্যামার, বেশ কিছুসংখ্যক ধারালো ছুরি, চাপাতি, জিহাদী বই, কম্পিউটার, ওয়াটারপ্রুফ ক্যামেরা প্রভৃতি। এ ঘটনায় রুমিকে প্রধান আসামি করে অস্ত্র আইন এবং সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে র‌্যাব-৪-এর ডিএডি হুমায়ন কবীর বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এছাড়া অভিযানের সময় আটক বাড়ির মালিকের শ্যালক ও তত্ত্বাবধায়ক তারেককে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জেএমবির সঙ্গে কোন সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেয়া হয়। বাবার আলিঙ্গনে... চীনের চেচিয়াং প্রদেশে একটি বহুতল আবাসিক ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক মেয়ে শিশুকে। উদ্ধারকর্মীরা জানায়, ওই শিশুর নাম উ নিংসি। তাকে তার বাবা এমনভাবে জড়িয়ে রেখেছিল যে, ধ্বংসস্তূপে চাপা পড়ে থেকেও তার কোন ক্ষতিই হয়নি। নিংসি সামান্য আঘাত পেয়েছে মাত্র। -ওয়েবসাইট ৩.৭ কোটির স্বর্ণের মুকুট ভারতের তেলাঙ্গানায় মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও হিন্দু ধর্মাবলম্বীদের দেবী ভদ্রকালির জন্য তিন কোটি ৭০ লাখ রুপি মূল্যমানের ১১ দশমিক ৭ কেজি ওজনের স্বর্ণের এক মুকুট বানিয়ে হইচই ফেলে দিয়েছেন। রবিবার দুর্গা নবরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হয়। তেলাঙ্গানা পৃথক প্রদেশ হলে দেবীকে এ নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও। -ওয়েবসাইট
×