ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবীর বর্ণনায় আলেপ্পোর বিভীষিকা

‘উদ্ধার অভিযানে নেমে পাই ছেলের ক্ষতবিক্ষত লাশ’

প্রকাশিত: ০৫:০৬, ১২ অক্টোবর ২০১৬

‘উদ্ধার অভিযানে নেমে পাই ছেলের ক্ষতবিক্ষত লাশ’

রণাঙ্গনের শহর আলেপ্পোর বিভীষিকা উঠে এসেছে সিরিয়ার হোয়াইট হেলমেট স্বেচ্ছাসেবী আবু হাসানের বর্ণনায়। দু’সপ্তাহ আগে আলেপ্পোয় বোমা হামলার পর জরুরী আহ্বানে জীবিতদের উদ্ধার অভিযানে অংশ নেন তিনি। কিন্তু কখনও তিনি ভাবেননি তাকে দেখতে হবে নিহতদের মধ্যে তার ছেলের লাশ। বিদ্রোহী অধিকৃত এ সিরীয় শহরে গত বিশ বছর ধরে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে কাজ করেছেন তিনি ছেলেকে নিয়ে। তিনি বলেন, কিন্তু এ উদ্ধার মিশনের কথা জীবনে ভুলবেন না তিনি। ৫০ বছর বয়স্ক সাবেক কাঠমিস্ত্রী আবু হাসান বলেন, প্রায় দু’সপ্তাহ আগে মালহিনে ব্যাপক হতাহতের বিষয়ে ওকটকিতে এসওএসের বার্তা পাই। আমি জানতাম আমার ছেলে হাসান হোয়াইট হেলমেটের একটি এ্যাম্বুলেন্সে জ্বালানি ভরতে পার্শ্ববর্তী পূর্বাঞ্চলের দিকে যাচ্ছে। আমি উদ্ধার কাজে দেখলাম অসংখ্য লাশ পড়ে আছে মেঝেতে। স্বেচ্ছাসেবকদের একজন আমাকে বললেন, এ ভবনের পেছনে আরও লাশ রয়েছে। আমি ভীত হয়ে পড়লাম। আমি মুখম-ল নিচের দিকে শায়িত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখলাম। তার পাকস্থলী, পা ও মাথায় মারাত্মক আঘাত রয়েছে। আমি তার মুখ দেখার জন্য তাকে উল্টে দিলাম। দেখলাম, লাশটি আমার ছেলের। আমি তা মনে করে সহ্য করতে পারছি না। আবু হাসান বলেন, তিনি মেঝেতে সারারাত বসে কাটালেন, কাছেই তার ছেলের লাশ। ভোরে তিনি তার ছেলেকে সমাধিস্থ করলেন নিজ হাতে। তিনি বলেন, এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ মুহূর্ত। তিনি অশ্রুসংবরণ করতে পারলেন না। তিনি বলেন, আমি অন্য একটি ভবনে আমাকে স্থানান্তরের জন্য শাখাপ্রধানের কাছে অনুরোধ জানালাম। কারণ সেখানে আমার ছেলে দেয়ালে তার নাম লিখে রেখেছিল। তা দেখে আমি সহ্য করতে পারছিলাম না। সে রাতের কথা আমি আর ভাবতে পারি না। সিরিয়ায় প্রায় ৩ হাজার হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবীর মধ্যে ১শ’ ৪০ জনের বেশি মারা গেছেন দায়িত্ব পালন করতে গিয়ে। অন্যের জীবন রক্ষা করা তাদের মিশন। কিন্তু কখনও কখনও উদ্ধার হওয়ার বিষয় হয়ে পড়েন নিজেরাই। -এএফপি ১৫ ফিলিস্তিনী গ্রেফতার ইসরাইলী কর্তৃপক্ষ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। জেরুজালেমে বন্দুক হামলায় দুইজন নিহত ও অপর ৫ জন আহত হওয়ার পর এ গ্রেফতার অভিযান চালায় ইসরাইল। সোমবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপির। জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জিলাড এরদান সেনা রেডিওকে জানান, জেরুজালেমে রবিবারের ওই হামলার পর বেশ কয়েকজন ফিলিস্তিনীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৩১ জন ওই হামলাকারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব জেরুজালেমে একটি অনুষ্ঠানে যাচ্ছিল।
×