ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে ফের মাথা চাড়া দিচ্ছে জেএমবি

প্রকাশিত: ০৬:৩০, ১০ অক্টোবর ২০১৬

আত্রাইয়ে ফের মাথা চাড়া দিচ্ছে জেএমবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ অক্টোবর ॥ আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের তিলাবাদুরী গ্রামে চিহ্নিত জেএমবি ক্যাডারদের অপতৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি অস্ত্রসহ জেএমবির এক সক্রিয় ক্যাডার পুলিশের হাতে ধরা পড়ার পর স্থানীয় ক্যাডার ও সুবিধাবাদী চক্র জেএমবির হাতে ক্ষতিগ্রস্ত গ্রামের নিরীহদের ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে। চক্রটি গ্রামের মাতবর শ্রেণীর মানুষদের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে পুলিশকে ম্যানেজ করে অস্ত্র মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। জানা গেছে, ৪ অক্টোবর রাত দেড়টার দিকে তিলাবাদুরী গ্রামের সেকের আলী প্রাং ওরফে জাফেরের বাড়ি থেকে পাঁচ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলবার উদ্ধার করে ডিবি পুলিশ। সেই সঙ্গে জেএমবির সক্রিয় ক্যাডার সাইদুল ওরফে কালুকে গ্রেফতার করা হয়। এই কালু ২০০৪ সালে জেএমবি নেতা বাংলাভাইয়ের সক্রিয় ক্যাডার ছিল। সেই সময় কালুর নেতৃত্বে ৩০-৪০ জেএমবি ক্যাডার তিলাবাদুরী গ্রামের তৎকালীন মেম্বার ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার ম-লকে বাড়ি থেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় বাঁশবাড়িয়া বাংলাভাইয়ের ক্যাম্পে (খাবির শেখের বাড়ি)। সেখানে তাকে মেরে হাত-পা ভেঙ্গে মৃত ভেবে ফেলে রাখা হয়। পরবর্তীতে বেঁচে গেলেও দিলীপ আজও পঙ্গুত্ববরণ করে আছেন। জানা যায়, জেএমবি নেতা ফজলুর মৃত্যুর পর তার স্ত্রীকে বিয়ে করে সংসার করছে কালু। কালু তার সঙ্গী রতন, আমজাদ, হোসেন আলীসহ নতুন কিছু তরুণ নিয়ে জেএমবিকে সংগঠিত করছে। এক্ষেত্রে তাদের মদদ দিচ্ছে গ্রামেরই কতিপয় বিএনপি ঘরানার ব্যক্তি। তারা গ্রামের মাতবর সেজে ভাল লোককে খারাপ আর খারাপ লোককে ভাল বলে চালানোর কাজে মরিয়া হয়ে উঠেছে। সূত্র জানায়, জাফেরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হলেও কালুই ওই অস্ত্র সেখানে রেখে জাফেরকে ফাঁসানোর চেষ্টা করে বলে স্বীকার করে পুলিশের কাছে। সেই সঙ্গে ইউপি নির্বাচনের হার-জিতের বিষয় নিয়ে সুন্দর গল্পের অবতারণা করা হয়। কালু সেখানে বলে, তার চিরশত্রু দিলীপ মেম্বার ভোটে হেরে তার মাধ্যমে অস্ত্রটি বিজয়ী প্রার্থী তুলশী কুমার ম-লের কর্মী জাফেরকে ফাঁসানোর জন্য রাখে।
×