ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্রোহীদের ক্ষমার ঘোষণা প্রেসিডেন্ট আসাদের

প্রকাশিত: ০৩:৪৫, ৮ অক্টোবর ২০১৬

বিদ্রোহীদের ক্ষমার ঘোষণা প্রেসিডেন্ট আসাদের

সিরিয়ার আলেপ্পোতে লড়াইরত বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার এক ডাচ টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি এ ঘোষণা দেন। আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার প্রায় অর্ধেকই দখল করে নিয়েছে সরকারী বাহিনী। সিরিয়ান বাহিনীর ওপর হামলাকারী বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ইয়াহু নিউজের। টেলিভিশন সাক্ষাতকারে আসাদ বলেন, সাধারণ ক্ষমা পেতে হলে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ ও পরিবারের সদস্যদের নিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। দুই সপ্তাহ আগে অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর বিদ্রোহীদের ওপর বিমান হামলা জোরদার করে সরকারী বাহিনী ও রাশিয়া। জাতিসংঘ দাবি করেছে, হামলার মুখে প্রাণ সংশয়ে পড়েছে শহরের আড়াই লাখ বাসিন্দা। আসাদ আরও বলেন, বিদ্রোহীরা যতক্ষণ পর্যন্ত আলেপ্পো না ছাড়বে ততক্ষণ লড়াই চলবে। তাদের এটা করতে হবে। এর কোন বিকল্প নেই। সরকারী বাহিনীর অভিযানের মুখে যদি সন্ত্রাসীরা ওই এলাকা ছেড়ে যেতে চায় ও স্থানীয় পর্যায়ে চুক্তি হয় তাহলে তার প্রতি সমর্থন দেয়া হবে। বিদ্রোহীদের সপরিবারে এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। তবে বিদ্রোহীরা আসাদের প্রস্তাব প্রত্যাখান করেছে। বিদ্রোহীরা জানিয়েছে, দখলে থাকা সর্বশেষ বিশাল এলাকাটি ছেড়ে যাওয়ার কোন পরিকল্পনা তাদের নেই। তুর্কীভিত্তিক বিদ্রোহীদের সংগঠন ফাস্তাকিমের নেতা জাকারিয়া মালাহিফজি বলেছেন, বিদ্রোহীদের পক্ষে এই এলাকা ছেড়ে যাওয়া অসম্ভব। কারণ এটা শাসকগোষ্ঠীর কোন চাল হতে পারে। আলেপ্পো অন্য এলাকার মতো না। তাদের পক্ষে অস্ত্র সমর্পণ করাও সম্ভব নয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বৃহস্পতিবার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে অগ্রগতি হয়েছে সিরীয় বাহিনীর। শহরের কেন্দ্রস্থলে বুস্তান আল-বাসা আবাসিক এলাকায় লড়াই তীব্রতর হচ্ছে। এ এলাকাটি আলেপ্পোর আরেকটি সম্মুখসারির এলাকা। এলাকাটি সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত বলে বিভক্ত হয়ে আছে বহু বছর ধরে। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বুস্তান আল-বাসা এলাকার লড়াইয়ে অগ্রগতি দাবি করেছে। আলেপ্পোর একটি বিদ্রোহী গোষ্ঠীর এক কর্মকর্তা এ এলাকার লড়াইয়ে সরকারের অগ্রগতির দাবি অস্বীকার করেছে। সম্প্রতি কয়েক সপ্তাহে সরকারী বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে। পুরো শহর দখলে নিতে তারা সেখানে বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে। এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার আকাশে অপরিচিত যেকোন কিছুকে গুলি করে নামানোর জন্য প্রস্তুত রয়েছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র। এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে ভূপাতিত করা সম্ভব।
×