ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৩, ৭ অক্টোবর ২০১৬

টুকরো খবর

৬১ শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ অক্টোবর ॥ পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকার জালশুকা-কুমুদগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারিয়া রহমান প্রাপ্তি ও তার বাবার ওপর হামলার প্রতিবাদে ওই উপজেলার ৬১ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃহস্পতিবার একযোগে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিকে হামলার মূল হোতা শাহাদাত হোসেন বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে আত্মসমর্পণ করেছে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার সব উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে স্ব স্ব স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, স্কুলছাত্রী ও তার বাবার ওপর হামলার ঘটনায় জড়িত মূল আসামি বিশকাকুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের বখাটে ছেলে শাহাদাত হোসেন বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায়। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। ভালুকায় হাসপাতাল সিলগালা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৬ অক্টোবর ॥ ভালুকা সদরে তাহমিনা জেনারেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার হাসপাতালটি সিলগালা করে ওই হাসপাতালের কর্মচারী উপজেলার মোহনা গ্রামের আনিস উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) কে আটক করে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকা আফরোজা আখতার। ওই সময় হাসপাতাল থেকে বিভিন্ন মালামাল জব্দ করা হয়। বন্দুকযুদ্ধ ॥ দুই বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় র‌্যাব ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই বন্দুকযুদ্ধের পর র‌্যাব সদস্যরা দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ দুই বনদস্যুকে আটক করে। আটকরা হলো- সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য আজিজুল ও আবুল হোসেন। আটক বনদস্যুদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। মাদক বিক্রেতাদের হামলায় ৬ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ অক্টোবর ॥ সরিষাবাড়ীতে মাদক বিক্রেতাদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে গরু চোর ও মাদক বিক্রেতা শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় শফিকুলের লোকজন দেশী অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, শাহিনুর রহমান, ইমান আলী, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম এবং কনস্টেবল আতিকুর রহমান আহত হন। মাদকসহ ৮ ছাত্রলীগ নেতাকর্মী আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ অক্টোবর ॥ বড়াইগ্রামে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ও সেবনের উপকরণসহ ৮ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার রাতে উপজেলার বনপাড়া বাজারের একটি মার্কেটের ২য় তলা থেকে তাদের মাদকদ্রব্যসহ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫’র নাটোর ক্যাম্পে সাংবাদিকদের সামনে তাদের উপস্থিত করা হয়। আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান,ছাত্রলীগ কর্মী আবুল বাশার, মৃদুল সরকার, মহিবুর রহমান, কালাম মিয়া,শাকিল হোসেন,আব্দুর রাজ্জাক ও মোহম্মদ ফারুক। ছুরিকাঘাতে গৃহবধূ জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ অক্টোবর ॥ আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সালমা আক্তার (৩২) নামের এক গৃহবধূ মারাত্মক জখম হয়েছে। বুধবার রাতে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালমার স্বামী পল্লী চিকিৎসক আলাউদ্দিন সরকার জানান, বুধবার রাতে তার স্ত্রী বাড়ি থেকে একই এলাকায় তার ফার্মেসির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে পেছন থেকে এক দুর্বৃত্ত সালমাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হত্যা মামলায় ৬ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার কাহালু উপজেলায় ২ নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির দুটি পৃথক মামলায় পুলিশ বুধবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া অপর ৩ ডাকাত দলের সহযোগী ও লুণ্ঠিত মালামালের ক্রেতা। তারাও ডাকতদলের কর্মকা-ে সক্রিয় বলে পুলিশ জানায়। গ্রেফতাররা হলো আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সেলিম (২০), বাবুল (৪৫), আছির (৫০), এবং তাদের সহযোগি তুলিপ(৪৫) ও রাহাদ, মাসুদুল হক জিবু। দিনাজপুর পল্লীতে প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়ার একটি দুর্গাম-পে মঙ্গলবার রাতের কোন এক সময় প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। পূজাম-প কমিটির সভাপতি ভূপতি পাল বলেন, প্রেমকাঙাল সার্বজনীন দুর্গাম-প নামে ওই ম-পের চারদিকে বেদি তৈরির কাজ মঙ্গলবার শেষ হয়। প্যান্ডেল তৈরির কাজ চলছে। মঙ্গলবার রাত একটা পর্যন্ত কর্মীরা কাজ করে প্রতিমা ঢেকে দিয়ে বাড়িতে চলে যান। বুধবার সকাল আটটার সময় প্রতিমার বিভিন্ন অংশ ভাঙ্গা দেখতে পান এক কর্মী। বিধবার ঘর পুড়িয়ে দিল মাদকাসক্তরা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরে মাদকসেবন করতে না দেয়ায় মাদকাসক্তরা আছিয়া বেগম (৫৫) নামে এক বিধবার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এরপর ওই বিধবাকে হত্যার চেষ্টা করতে ধাওয়া করা হয়। বুধবার মধ্যে রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। বিধবা আছিয়া বেগম ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। বিধবা আছিয়া বেগম জানান, তার ছেলে মিজানুর রহমান একজন মাদক সেবনকারী। সহযোগী মাদকসেবীদের নিয়ে নিজ ঘরে মাদক সেবন করে আসছে। মাদক সেবনে বাধা দিলে প্রায় সময়ই বিধবা আছিয়া বেগমকে মারধর করে ঘর থেকে বের করে দেয়া হতো। ছেলে মিজানুর রহমানকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন। এদিকে বুধবার রাত ১২টার দিকে মিজানুর রহমানের সহযোগী মাদক সেবনকারী ওয়াসিম, হানিফ, সোহেল, ওজিউল্লাহসহ ৮/১০ জন আছিয়া বেগমের বসতঘরে মাদক সেবন করতে আসে। এ সময় বাধা প্রদান করলে মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে বিধবা আছিয়া বেগমের বসতঘর আগুন লাগিয়ে ধরিয়ে দেয়। এতে করে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এরপর হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র নিয়ে আছিয়া বেগমকে ধাওয়া করে। মাদকাসক্তদের ভয়ে অন্য একটি এলাকায় গিয়ে আশ্রয় নেন তিনি। তিন লাখ তাল বীজ রোপণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ অক্টোবর ॥ বৃহস্পতিবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলায় খরা ও তাপ মোকাবিলায় মেঘ-বৃষ্টি আকর্ষণকারী তিন লাখ তালবীজ রোপণের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও বদলগাছী উপজেলা প্রশাসন কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বদলগাছী-মাতাজী রোডে এসব তালবীজ রোপণ করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা, নওগাঁ রিজিয়ন-১ বিএমডিএ নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক চৌধুরী। সিরাজগঞ্জে বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্রছাত্রীর মাঝে বৃত্তির অর্থ ও সম্মাননা সনদ প্রদান করেন। কামারখন্দ উপজেলার মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানে জেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১৬২৭জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩২৮ মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। জেলা প্রশাসক, কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বত্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ,কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা। পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ অক্টোবর ॥ শহরের লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়ির পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও ডিসির বাসভবন ঘেরাও করে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকার দুই শতাধিক মানুষ। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে। এতে অংশ নেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসন অনিক। তাদের সাথে একাত্ম ঘোষণা করেন স্থানীয় পরিবেশভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি না নিয়ে একটি মহল নিজেদের স্বার্থে এই পুকুর ভরাট শুরু করেছে। বরিশালে আওয়ামী লীগের সভাস্থলের পাশে বোমা বিস্ফোরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভার পাশে বুধবার রাত নয়টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনায় নগরীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নগরের বান্দ রোডের প্লানেট ওয়ার্ল্ডের অফিস ও সভাস্থলের পাশের ওই সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এ ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ্যাডভোকেট আফজালুল করিম জানান, নগরীর বান্দ রোডের প্লানেট ওয়ার্ল্ডের অফিস কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা চলছিল। জেবুন্নেছা আফরোজ এমপি বলেন, বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে দলীয় কার্যালয়ে জায়গা সঙ্কুলান না হওয়ার সভাটি প্লানেট ওয়ার্ল্ডে আয়োজন করা হয়। সভায় তার বক্তব্যের শেষপর্যায়ে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, তার নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, সভাস্থলের দুই শ’ গজ দূরে একটি সড়কে ককটেল বা বাজিসাদৃশ কোন বস্তুর বিস্ফোরণ ঘটনো হয়েছে। চলন্ত বাসে সিলিন্ডারে আগুন ॥ আহত ২০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-সিরাজদিখান সড়কে সিলিন্ডারের পাইপ লিক হওয়ায় বাসে আগুন লেগে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় সিরাজদিখানের ইমামগঞ্জ স মিলস এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীরা বলেন, সকালে ঢাকার যাত্রাবাড়ী বাস টার্মিনাল থেকে সিরাজদিখান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজদিখান কুসুমপুরের উদ্দেশে যাত্রা করে। ইমামগঞ্জ স মিলস এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসের গ্যাস সিলিন্ডার পাইপ লিক বাসের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বাসে থাকা যাত্রীরা হৈ চৈ শুরু করলে ড্রাইভার বাস থামিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। বাস থেকে তড়িঘড়ি করে নামতে যেয়ে আহত হন বাসে থাকা প্রায় সকল যাত্রী। এর মধ্যে তাড়াহুড়ো করে বাসের জানালা ও গেট দিয়ে নামতে গিয়ে গুরুত্বর আহত হন ২০ জন। ভুয়া জাতীয় পরিচয়পত্রে বিয়ে ॥ যুবক আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রতিবেশী চাচার জাতীয় পরিচয় পত্রের নাম ঠিকানা ঠিক রেখে শুধু ছবি জাল করে বিয়ের ঘটনার অভিযোগে আটক হয়েছে মনোয়ার হোসেন নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে এই প্রতারককে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট হতে আটক করে ডিমলা থানা পুলিশ। মনোয়ার হোসেন এই উপজেলার একই ইউনিয়নে উত্তর সুন্দরখাতা গ্রামের আবু বক্করের ছেলে। ডিমলা থানায় মনোয়ার হোসেনের বিরুদ্ধে চাচা রফিকুল ইসলাম লিখিত অভিযোগে পুলিশ মনোয়ার হোসেনকে আটক করে। নদীতে বজ্রপাতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দীগঞ্জ উপজেলার স্টিমারঘাট সংলগ্ন মাছকাটা নদীতে বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ যুবক জুলহাসের (৩০) মৃতদেহ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর পুত্র জুলহাস বুধবার ভোরে ট্রলার নিয়ে সার আনতে নোয়াখালীর উদ্দেশে রওনা হন। পথে স্টিমারঘাট সংলগ্ন মাছকাটা নদীতে পৌঁছলে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে নদীর মধ্যে পড়ে জুলহাস নিখোঁজ ও অপর দুজন আহত হন। ইয়াবাসহ আটক যুবক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া সামাজিক পরিবেশ উন্নয়ন সংঘের সামনে হতে ৪০ ইয়াবাসহ বিক্রেতা পারভেজ বেপারীকে (২৫) আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় মাদক বিক্রির সময় ওই বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলে কাঠাদিয়া সামাজিক উন্নয়ন সংঘের লোকজন। তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার চাপ গ্রামের মোবারক বেপারীর ছেলে। সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৬ অক্টোবর ॥ ইউনিয়নের এলজি এসপি প্রকল্পের বাস্তবায়নকারী কমিটির সভাপতিরা সরাসরি জনসম্মুখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনলেন। লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সদ্য বিদায়ী চেয়ারম্যান ফয়জুল হক রোমের বিরুদ্ধে ইউনিয়নের এলজি এসপি, টি আর, কাবিখা, কাবিটা প্রকল্পের অর্থ লুটপাটের জন্য গণপ্রতিবাদ সমাবেশের আয়োজন করে লোহাগড়ার দুর্নীতি বিরোধী মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের আড়পাড়া প্রাইমারী স্কুল মাঠে কয়েক হাজার লোকের উপস্থিতিতে এই সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় মরিচপাশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইউপি মেম্বার জিয়াউর রহমান,আঃ হালিম মেম্বার, শেখ সাবুসহ বর্তমান ও পুরাতন মিলিয়ে প্রায় ১২ পুরুষ ও নারী মেম্বার। ্ইউনিয়নের দুটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জিয়াউর রহমান বলেন,২০১৫-১৬ অর্থবছরে এলজি এসপি প্রকল্পের দেবী গ্রামের উত্তরপাড়া মসজিদ হতে ভুলু শেখের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ২ লাখ টাকা ব্যয়ে প্রকল্প নেয়া হয়েছে। এই দুই প্রকল্পের সাবেক চেয়ারম্যান আমার কাছ থেকে চেকের মাধ্যমে টাকা তুলে খেয়ে ফেলেছে। একবিন্দু কাজও করা হয়নি রাস্তার। মানিকগঞ্জে চার ছাত্রকে পুরস্কৃত নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৬ অক্টোবর ॥ মানিকগঞ্জ সরকারী উচ্চ বালক বিদ্যালয়েরে উদোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে মতবিনিময় সভায় সাহসী বক্তব্য রাখায় চার স্কুলছাত্রকে নগদ অর্থে পুরস্কৃত করলেন পুলিশ সুপার। এ চারজনকে মঞ্চে অতিথি হিসেবে আসন গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সকালে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে পধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম, বিশেষ অতিথি ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাজাহান শেখ, সহকারী পুলিশ সুপার মোঃ সামছুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। ২৮৪ পূজাম-পে চসিকের অনুদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ২৮৪ পূজাম-পে বৃহস্পতিবার আর্থিক অনুদান বিতরণ করলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতির এলাকা। আবহমান কাল থেকে চট্টগ্রামে সকল ধর্মের মানুষ পূজা-পার্বণসহ সব ধরনের আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর পূজাম-পগুলোর জন্য কর্পোরেশনের পক্ষ থেকে নানামুখী সহযোগিতার অংশ হিসেবে ১৪ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীন নিজ হাতে অনুদানের অর্থ দায়িত্বশীলদের হাতে তুলে দেন। এ ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খরচে কুসুমকুমারী বালিকা উচ্চবিদ্যালয় এবং তিনটি সেবক কলোনিতে পূজাম-প পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে কটূক্তি ॥ ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ অক্টোবর ॥ নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় হাসানুল হক মিঠু (২৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু পৌর শহরের পেট্টোবাংলা মহল্লার মোস্তাফিজুর রহমানের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার রাত ৮টার দিকে আফতাব মটরস সিংড়া (ইংরেজীতে) আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশ্লীল ভাষায় স্ট্যাটাস দেয়া হয়। বিষয়টি সবার নজরে এলে পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার বাদী হয়ে সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাত ১১টার দিকে অভিযুক্ত মিঠুকে গ্রেফতার করে পুলিশ। জঙ্গীবাদ নয়, ইসলামের মর্মবাণী ভালবাসা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইসলামের মর্মবাণী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে। ধর্মের মূল কথাই হচ্ছে ‘ভালবাসা ও ক্ষমা।’ ইসলাম ধর্মের আলোকে মানবজীবন গড়লেই সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পবিত্র এ ধর্ম কোথাও মানুষকে আত্মঘাতী হওয়ার নির্দেশ দেয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি আয়োজিত এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সুফীবাদ গবেষক সুফী মুহাম্মদ মিজানুর রহমান। এতে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের অন্তর্নিহিত নির্দেশনাগুলো তুলে ধরেন কানাডা থেকে আগত বিশিষ্ট চিন্তাবিদ শেখ ফয়সাল হামিদ আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সভাপতি আলী আব্বাস, সহসভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
×