ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্বামীকে খুন করে এসেছি

প্রকাশিত: ০৪:২১, ৭ অক্টোবর ২০১৬

স্বামীকে খুন করে এসেছি

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ৬ অক্টোম্বর ॥ মাতাল স্বামীর অত্যাচারে অতিষ্ঠ দুই সন্তানের জননী খুন করেছে তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলমকে (৪৮)। স্ত্রী খাদিজা বেগম হত্যার দশ ঘণ্টা পর থানায় গিয়ে খুনের কথা স্বীকার করেন। নিহত জাহাঙ্গীর আলম পেশায় গাড়িচালক মাদাম বিবির হাট নেভী গেট এলাকায় বুধবার গভীর রাতে তার বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ। জানা যায়, বুধবার ভোরে নিজ বাসায় জাহাঙ্গীর তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিল-পাটার শিল দিয়ে জাহাঙ্গীরের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর নিহত হয়েছেন। খাদিজা সারাদিন খুনের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করেন। সন্ধ্যায় মাদাম বিবির হাট হতে দুই সন্তানকে নিয়ে ২০ কিমি. হেঁটে থানায় গিয়ে স্বামীকে খুন করেন বলে স্বীকার করেন। পুলিশ মাদাম বিবির হাট নেভীর গেট এলাকায় নাসির কন্ট্রাক্টরের ভাড়াঘর থেকে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে খাদিজা বেগম জানান, স্বামী মদ খেয়ে ঘরে ফিরে সারারাত তার ওপর নির্যাতন চালায়। মঙ্গলবার রাতে নির্যাতনের পর বুধবার ভোরে কথা কাটাকাটির সময় তাকে আঘাত করি। সে লুটিয়ে পড়ে। সারাদিন জাহাঙ্গীরের সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় আমি থানায় আসি। টঙ্গীতে প্রবাসী নিজস্ব সংবাদদাতা, টঙ্গী থেকে জানান, এরশাদনগর এলাকায় চাঁদা না দেয়ায় দেলোয়ার হোসেন (৩০) নামে প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর এরশাদনগর ৪নং ব্লকে মজিবুর কমিশনারের বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা কয়েক সন্ত্রাসী দেলোয়ারকে সামনে পেয়ে তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ অক্টোবর ॥ বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা পরিষদে জেলা প্রশাসক ড. আমিনুর রহমান তথ্য ও সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এ সেবার মাধ্যমে ঘরে বসেই অল্প খরচে মানুষ সকল সুযোগ সুবিধা লাভ করতে পারবে। প্রয়োজনীয় কাজের জন্য কাউকে আর হয়রানির শিকার হতে হবে না। বিনামূল্যে চক্ষু শিবির নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ অক্টোবর ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার মারুফ শারমীন স্মৃতি সংস্থা কার্যালয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, বৃক্ষ রোপণ, বই ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, বৃক্ষ রোপণ, বই ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোজাম্মেল হক ভুইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম নুরুল হুদা।
×