ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শাহবাগে ভবঘুরের ছুরিকাঘাতে দুই ভবঘুরে নিহত

প্রকাশিত: ০৮:৩৭, ৬ অক্টোবর ২০১৬

শাহবাগে ভবঘুরের ছুরিকাঘাতে দুই ভবঘুরে নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগে এক ভবঘুরের ছুরিকাঘাতে দুই ভবঘুরে নিহত হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বারডেম হাসপাতাল সংযোগ ফুটওভার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- হাবিব (৪০) ও মোতালেব (৩৫)। নিহতরা ভবঘুরে বলে পুলিশ জানায়। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শাহবাগ থানার এসআই আনোয়ারুল ইসলাম জানান, সোহেল নামে এক ভবঘুরে তাদের ছুরিকাঘাত করে। সে পলাতক। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ফুটওভার ব্রিজের উপর রাতে পথশিশু ও ভবঘুরেরা ঘুমিয়ে থাকে। রাত একটার দিকে সোহেল নামে এক ভবঘুরে তার দুই সঙ্গীর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের মধ্যে মোতালেব বারডেম হাসপাতালের দিকে নামা ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মারা যায়। আহত অবস্থায় হাবিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ জানায়, ভবঘুরেরা সম্ভবত মাদকাসক্ত ছিল। গাঁজা বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, এরা শাহবাগ এলাকায় গাঁজা বিক্রি করে ভবঘুরে জীবন-যাপন করত। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানার একটি মামলা দায়ের করা হয়েছে।
×