ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে জটিলতা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৬, ৫ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম বন্দরে জটিলতা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে বারবার শ্রমিক ধর্মঘটসহ চলমান জটিলতা নিরসনে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৩ অক্টোবর কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে করণীয় নির্ধারণ করা হবে। তবে বৈঠকে যোগ দেয়া বন্দর ও পরিবহন সংশ্লিষ্টদের অনেকেই মাত্রাতিরিক্ত ওজনের কারণে মহাসড়কে বাড়তি জরিমানার কথা উল্লেখ করেন। মঙ্গলবার রাজধানীর রমনা গ্রীন রেস্তরাঁয় মহাসড়কে মোটরযানের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এক্সেললোড পরিচালনা সংক্রান্ত সভা আহ্বান করা হয়। এতে সভাপতির বক্তব্যে কমিটি গঠনের কথা জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কোন রকম সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকটি আহ্বান করা হয়। গত সপ্তাহে শুরু হওয়া ধর্মঘটের পাঁচদিনের মাথায় কর্মসূচী স্থগিত ঘোষণা করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার ও ভারি পণ্য পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার মালিক-শ্রমিকরা। একই সঙ্গে গত শনিবার থেকে একই দাবিতে ডাকা ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটও স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার চৌধুরীর বাসায় বৈঠক শেষে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। গত সপ্তাহের সোমবার থেকে কন্টেনার ও ভারি পণ্যবাহী প্রাইম মুভার মালিক-শ্রমিকদের ধর্মঘটে স্থবির হয়ে পড়ে কন্টেনার নির্ভর আমদানি-রফতানি বাণিজ্য। এর ফলে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ কন্টেনার জট। বিপর্যয়ের মুখে পড়ে তৈরি পোশাকশিল্প। ধর্মঘট আহ্বানকারীদের দাবি, অতিরিক্ত ওজনের কারণে মহাসড়কে উচ্চ হারে জরিমানা বন্ধ করা হোক। চলমান এই সমস্যা সমাধানে মন্ত্রী-সচিবসহ সরকারী উচ্চ কর্তাব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বুধবারের বৈঠকে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে মন্ত্রণালয়ের কাছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এমনি পরবর্তী বৈঠকসহ সিদ্ধান্ত হবে কমিটির প্রতিবেদনের আলোকেই।
×