ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৪:৪৭, ৫ অক্টোবর ২০১৬

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হতে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। মামুন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগদান করেন। তারপর বিভিন্ন ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বর্ণিল কর্মজীবনে উচ্চমানের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও স্বচ্ছতার জন্য দেশের ব্যাংকিং জগতে বিশেষ পরিচিত মুখ মামুন ২০১৩ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। অত্র ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউসিবিএল ও প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি তিনটি নতুন ফ্রিজ আনল মার্সেল বাজারে ডিপের চাহিদা বাড়ায় সম্প্রতি নতুন মডেলের তিনটি ফ্রস্ট ফ্রিজ বাজারে এনেছে মার্সেল। ২০৯, ২১৩ ও ২১৮ লিটারের এসব ফ্রিজের অর্ধেক ডিপ। এই ফ্রিজগুলোর সাধারণ ও ডিপের জন্য প্রায় সমপরিমাণ জায়গা থাকায় এর নাম দেয়া হয়েছে ‘ফিফটি ফিফটি’। ফলে আলাদা করে ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন হবে না বলে দাবি করেছেন মার্সেলের কর্মকর্তারা। তারা বলেন, মার্সেলের নিজস্ব প্রযুক্তিবিদদের গবেষণায় বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে ফ্রিজগুলো। মার্সেলের ফ্রিজ আরএ্যান্ডডি বিভাগের প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, বিশেষ ডিজাইনের ফিফটি ফিফটি মডেলের ফ্রিজে ব্যবহার করা হচ্ছে ডিইসিএস আলট্রাব্রিড ফোর ডি প্রযুক্তি। -অর্থনৈতিক রিপোর্টার মোস্তফা জালাল সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের নতুন এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদ সম্প্রতি নিয়োগ পেয়ে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর (১৯৭৯) ডিগ্রী অর্জন করেন। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজপুর গ্রামের মরহুম আবদুর রশিদ তালুকদার এবং বেগম রওশন আরার সন্তান। চাকরির বিভিন্ন পর্যায়ে লক্ষ্যমাত্রা অর্জন, শ্রেণীকৃত ঋণ আদায় এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। -বিজ্ঞপ্তি
×