ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিমান ব্যবস্থাপনায় বড় পদোন্নতি ও রদবদল

প্রকাশিত: ০৫:৫৪, ৪ অক্টোবর ২০১৬

বিমান ব্যবস্থাপনায় বড় পদোন্নতি ও রদবদল

আজাদ সুলায়মান ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনায় বড় ধরনের পদোন্নতি ও রদবদল ঘটেছে। ম্যানেজার, ডিজিএম ও জিএম পর্যায়ে এ পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি জিএম পদে ব্যাপক পদোন্নতির পর কয়েকটি পদে নতুন করে পদায়ন করা হয়েছে। হজ ফ্লাইট শেষ হবার পর ডিজিএম ও পরিচালক পদে আরও দুদফা পদোন্নতির প্রস্তুতি চলছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জানান, রদবদল পদোন্নতি তো স্বাভাবিক বিষয়। খালি পদের বিপরীতেই পদোন্নতি দেয়া হয়েছে। সামনে আরও কিছু পদে পদোন্নতি হতে পারে। বিমানের জিএম পদে একযোগে ১০ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা হলেন- মার্কেটিংয়ের সৈয়দ আহসান কাজী, কোয়লিটি এ্যান্ড সেফটি বিভাগের মোঃ আবদুল ওয়াদুদ, সেন্ট্রাল কন্ট্রোলের নজরুল ইসলাম, কাস্টমার সার্ভিসের নুরুল ইসলাম হাওলাদার, গণপূর্তের আব্দুল আজিজ, বিএটিসির পার্থ কুমার পা-ে, পরিকল্পনা বিভাগের আবদুর রহমান ফারুকি, নিউইয়র্কের আশরাফুল ইসলাম, বাজেট শাখার মিজানুর রশিদ ও প্রেসের শাকিল মিরাজ। তাদের মধ্যে দুজনকে নতুন পদে দেয়া হয়েছে। তারা হলেন- জনসংযোগ শাখা ও বিএফসিসির খান মোশাররফ হোসেনকে প্রেস শাখায় বদলি করা হয়েছে। জনসংযোগ শাখার নতুন জিএম হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন শাকিল মেরাজ। এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন খান মোশাররফ হোসেন। তাকে এখান থেকে বদলি করার আগে বিএফসিসির পদ থেকে প্রেসে নেয়া হয়। এখন বিএফসিসির প্রধান থাকছে একজন ডিজিএম এবং এ পদে দায়িত্বভার দেয়া হয়েছে এখানকারই সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিজিএম জামাল উদ্দিন তালুকদারকে। মার্কেটিং শাখার আশরাফুল ইসলামকে নিউইয়র্ক থেকে ফিরিয়ে এনে মতিঝিল অফিসের জিএম এবং ওই অফিসের জিএম সৈয়দ আহসান কাজীকে প্রত্যাহার করে বলাকায় পদায়ন করা হয়। এদিকে আগামী ১৭ অক্টোবর হজ ফ্লাইট শেষে ম্যানেজার থেকে ডিজিএম পদে আরেক দফা পন্নেতির কাজ চলছে। ইতোমধ্যে ২৯ জনের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তারপর আগামী মাসেই হচ্ছে সবচেয়ে আলোচিত পরিচালক পদের পদোন্নতি। বিমানে বর্তমানে তিনটি পরিচালকের পদ খালি রয়েছে। কাস্টমার সার্ভিস, প্রকিউরমেন্ট ও প্রশাসন। এ তিনটে পরিচালক পদে বর্তমানে পাঁচজন জিএম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তারা হলেন- কাস্টমার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবহান, কার্গোর জিএম আলী আহসান বাবু, প্রেসের খান মোশাররফ হোসেন, প্রশাসন বিভাগের জিএম মমিনুল ইসলাম ও প্রকিউরমেন্টের জিএম হাসান। এ সম্পর্কে প্রমোশন সাব কমিটির একজন সদস্য জানান-পরিচালক পদে পাঁচজনের পক্ষেই বিভিন্ন মহলের তদ্বির আসছে। মেধা ও যোগ্যতার পাশাপাশি তদ্বিরও নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।
×