ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক দীপংকর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০৯, ৩ অক্টোবর ২০১৬

সাংবাদিক দীপংকর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার বিচারের দাবিতে রবিবার সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বক্তারা বলেন গত ১২ বছরে ১১ বার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন এবং পুলিশের তিনটি বিভাগ মামলার তদন্ত করার পর বার বার চূড়ান্ত রিপোর্ট দাখিল করায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০০৪ সালের ২ অক্টোবর বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক, বিএফইউজের সহ-সভাপতি দীপংকর চক্রবর্ত্তী কাজ শেষে রাতে শেরপুর স্যানালপাড়ায় বাড়িতে পৌঁছার একটু আগে রাস্তার ওপরে দুর্র্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্ত্তী। ঘটনার এক যুগ পার হওয়ার পরও হত্যা রহস্য উদঘাটিত হয়নি। গ্রেফতার হয়নি হত্যাকারীরা। মামলার শুরু থেকেই কালক্ষেপণ হতে থাকে। মামলার সর্বশেষ অবস্থা হলো : থানা পুলিশ, সিআইডি, ডিবির দফতরে পাঁচবার নথি হাতবদলের পর সর্বশেষ আদালত থেকে ডিবির কাছে নির্দেশ আসে চলতি মাসের (অক্টোবর) ২৭ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মজিবর রহমান জানান, তদন্তে এখনো কোন অগ্রগতি নেই।
×