ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

নতুন গবেষণা

কাজ মনে করাবে ঘড়ি নির্দিষ্ট সময়ে কাজের কথা মনে করিয়ে দিতে পারে এই দেয়াল ঘড়ি। এ্যাপের মাধ্যমে স্মার্টফোনে আসা বিভিন্ন তথ্য স্ক্রিনে প্রদর্শনও করতে পারে। শুধু তাই নয়, এলইডি লাইটের সাহায্যে ব্যবহারকারীদের নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুমানোর কথাও মনে করাতে পারে। ‘দ্য গ্ল্যান্স’ নামের ঘড়িটির দাম ৯৯ ডলার। ক্যামেরা সুবিধার চশমা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে। ‘স্পেকট্যাকলস’ নামের চশমাটির সাহায্যে আশপাশের ভিডিও ধারণ করে সরাসরি মেসেজিং এ্যাপটিতে বিনিময়ের সুযোগ মিলবে। স্ন্যাপচ্যাটের তৈরি বিল্টইন ক্যামেরা সুবিধার চশমাটির দাম ১৩০ ডলার। উড়ার জন্য রোবট হাত উড়ার জন্য পাখার পাশাপাশি দুটি রোবট হাতও আছে। এর সাহায্যে ১০ কেজি ওজনের বস্তু বহন করতে পারবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে ড্রোনটি। ড্রোনটিকে দুটি রোবটিক হাত সুবিধার বিশ্বের প্রথম ড্রোন বলেও দাবি করেছে এটির নির্মাতা প্রতিষ্ঠান প্রোড্রোন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ইন্টারড্রোন শোতে দেখা মিলেছিল ড্রোনটির।
×