ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পদ্মা-মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ০৫:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৬

পদ্মা-মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

দক্ষিণের সাগর ও নদীর মোহনা পেরিয়ে এখন চাঁদপুরের পদ্মা-মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। মৎস্য বিজ্ঞানীরা বলেছেন, ইলিশ বিচরণে নানা বাধার কারণে নদীতে কাক্সিক্ষত মাছ পাওয়া যাচ্ছে না। এদিকে অক্টোবরে মা ইলিশ রক্ষায় প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। এ সময় জেলার প্রায় অর্ধ লাখ বেকার জেলেকে সরকারী সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চাঁদপুরে মতলবের উত্তরে ষাটনল কিংবা দক্ষিণে হাইমচরের চরভৈরবী। নদীতে জাল ফেললেই ধরা পড়ছে নানা আকারের ইলিশ। এতে ব্যস্ত পদ্মা-মেঘনাপাড়ের জেলেরা। ইলিশের খোঁজে ছুটছে সারি সারি জেলে নৌকা। তবে একটু দেরিতে মাছ ধরা শুরুর মধ্যেই আবার নতুন দুশ্চিন্তায় জেলেরা। কারণ, মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত ইলিশ বিচরণের সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ। -অর্থনৈতিক রিপোর্টার
×