ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

যান চলাচলে ভোগান্তি

গফরগাঁও-বরমী সড়কের ২৫ কিমি ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৬

গফরগাঁও-বরমী সড়কের ২৫ কিমি ঝুঁকিপূর্ণ

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও ॥ গফরগাঁও-বরমী সড়কের গফরগাঁও উপজেলার ২৫ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সড়কে চলাচল করতে গিয়ে যানবাহন বিকল হয়ে পড়ছে। ঘটছে দুর্ঘটনা। সড়ক ঘুরে দেখা গেছে, পৌর শহরের থানা মোড় থেকে শিলাসী ফকিরবাড়ি এক কিলোমিটার, নিগুয়ারি ইউনিয়নের দরগা থেকে মুক্তিযোদ্ধা বাজার দেড় কিলোমিটার সড়কে খানা-খন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া ধামাইল, উথুরী, মহিরখারুয়া, কুকসাইর, লঙ্গাইর, সতরবাড়ি, মলমল, ময়রা, পাগলা, টেকপাড়া, মেদনারটেক, মীরাপাড়া ব্রিজ, স্বল্প ছাপিলা এলাকার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তে সড়কটি চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির ২৫ কিলোমিটারে প্রায় ৫ শতাধিক ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে পণ্যবাহী ট্রাক, পিকাপ, নসিমন ও যাত্রীবাহী টেম্পো, অটোরিক্সা, ইজিবাইকগুলো চলাচলের সময় নৌকার মতো হেলেদুলে কাত হয়ে পড়ার উপক্রম হয়। রাস্তা খারাপের অজুহাতে যানবাহন চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। রাস্তায় গর্ত দেখে এ সড়কে পণ্যবাহী ট্রাক আসতে চায় না। ফলে পৌর শহরের একাংশসহ গফরগাঁও, লঙ্গাইর, দত্তেরবাজার, টাঙ্গাব ও নিগুয়ারি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ীদের মালামাল এবং কৃষকদের কৃষিপণ্য পরিবহন করতে ভীষণ সমস্যায় পড়তে হয়। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাসির উদ্দিন বলেন, রাস্তাটি এতই খারাপ যে, আমরা হেঁটেও স্কুলে যেতে পারি না। উপজেলার দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, সড়কটির কিছু অংশ গত ৬ বছর আগে সংস্কার হয়েছিল। নিম্নমানের কাজের জন্য এক বছরের মধ্যে সড়কটি ফের বেহাল হয়ে পড়ে। বাকি অংশ গত দেড় যুগেও সংস্কার হয়নি। ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার জন্য ১১১ কোটি টাকার ভূমি অধিগ্রহণসহ ২০০ কোটি টাকার ডিপিপি পরিকল্পনা কমিশনে জমা দেয়া হয়েছে।
×