ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢাকার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে চেক বিতরণ

প্রকাশিত: ০৫:৫২, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ঢাকার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ মহিলাদের সার্বিক উন্নয়ন এবং দারিদ্র্য নিরসনে ভূমিকা রেখে চলছে- এমন নিবন্ধনকৃত ঢাকা বিভাগের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সমূহের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করেছে মহিলাবিষয়ক অধিদফতর। সোমবার সকালে রাজধানীর মহিলাবিষয়ক অধিদফতরের মাল্টিপারপাস হলরুমে সমিতিসমূহের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে জানানো হয়, পিছিয়ে থাকা নারী সমাজকে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে অনুদান বিতরণ করছে মহিলা অধিদফতর। সেই ধারাবাহিকতায় ২০১৫-১৬ অর্থবছরে নিবন্ধনকৃত ৪ হাজার ৫৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৭ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করবে প্রতিষ্ঠানটি। ঢাকা বিভাগের সমিতি সমূহের মধ্যে চেক বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর উন্নয়নে মহিলা অধিদফতর কাজ করে চলেছে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। সরকারী প্রচেষ্টাসমূহের মধ্যে চেক বিতরণ একটি অন্যতম কাজ। পিছিয়ে পড়া নারীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে সমিতি সমূহের মধ্যে ইতিবাচক পরিবর্তন দরকার। স্বাগত বক্তব্যে বলা হয়, মহিলাবিষয়ক অধিদফতরে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন করা হয়।
×