ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘বাড়তি আর্থিক লাভের আশায় বস্তিজীবন ছাড়তে চায় না একটি অংশ’

প্রকাশিত: ০৮:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৬

‘বাড়তি আর্থিক লাভের আশায় বস্তিজীবন ছাড়তে চায় না একটি অংশ’

স্টাফ রিপোর্টার ॥ মাত্র সাড়ে পাঁচ শতাংশ পরিবার ঢাকার বাসিন্দাদের মোট আয়ের প্রায় ৪০ শতাংশ ভোগ করে। এসব পরিবারের মাসিক আয় এক লাখ টাকার বেশি। অপরদিকে ঢাকা শহরের মোট বাসিন্দার প্রায় ১৫ শতাংশ এখনও দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। এদের গড় মাসিক আয় আট হাজার টাকার কম। এর মধ্যে আবার চরম দরিদ্র নগরবাসীর সংখ্যা প্রায় ৩ শতাংশ। ঢাকার বাসিন্দাদের আয় বৈষম্যের এমন চিত্র তুলে ধরে তা কমানোর তাগিদ দিয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গ্রামীণ দারিদ্র্যের তুলনায় নগর দারিদ্র্যের প্রকৃতি ও মাত্রা ভিন্ন। রাজধানীর বস্তিগুলোতে বসবাসকারীদের একটি অংশ আর্থিক বিবেচনায় দরিদ্র নয়। তবে অভ্যস্ততা ও বাড়তি আর্থিক লাভের আশায় এরা বস্তিজীবন ছাড়তে চায় না। অন্য বস্তিবাসীদের জন্য মানসম্মত আবাসন, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, গ্যাস ও সুলভ পরিবহন সেবা নিশ্চিত করাটা চ্যালেঞ্জিং। এজন্য সব শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ন জরুরী। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি অডিটরিয়ামে ‘নগর দারিদ্র্য : একটি গবেষণা ও সমাধান’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। পাওয়ার এ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।
×