ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে ইয়াকিন পলিমার

প্রকাশিত: ০৫:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৬

দর বৃদ্ধির শীর্ষে ইয়াকিন পলিমার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার দর বৃদ্ধির শীর্ষে ইয়াকিন পলিমার উঠে এসেছে। দিনটিতে শেয়ারটির দর ৬ টাকা বা ১৮ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে দ্বিতীয় দিনের মতো লেনদেনের দিনে কোম্পানটির প্রতি আগ্রহ বাড়ার কারণেই এমনটি ঘটেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শনিবার ইয়াকিনের শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫ হাজার ৯৪৪ বারে ২৪ লাখ ৪০ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২৫ বারে ৬৩ লাখ ৫০ হাজার ৯৮৫টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের দর ৪০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ব্লক মার্কেটে কোটি টাকা লেনদেন ব্লক মার্কেটে শনিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ৩ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫৭ লাখ টাক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৬ লাখ ২৬ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। মতিন স্পিনিং ১ লাখ ২৮ হাজার ৪৮টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫১ লাখ টাকা। এমারেল্ড অয়েল ১ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৪০ লাখ টাকা। এছাড়া এ্যাপেক্স ট্যানারি ৮ হাজার ৫০০ শেয়ার লেনদেন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×