ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬

টুকরো খবর

চুয়াডাঙ্গায় ডাকাতের হামলায় গরু ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৩ সেপ্টেম্বর ॥ ডাকাত দলের হামলায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোমা হামলার এই ঘটনাটি ঘটে। এ সময় ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ১০-১২ গরু ব্যবসায়ী গরু বেচাকেনা করতে জেলার শেয়ালমারি হাটে যান। বেচাকেনা শেষে স্যালো ইঞ্জিনচালিত যানযোগে বাড়ি ফিরছিল। পথে মুন্সীগঞ্জ নতিডাঙ্গা সড়কের মাঝ পথে পৌঁছালে ডাকাতদল তাদের ওপর বোমা হামলা করে। ৩০-৩৫ জনের ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গরু ব্যবসায়ীদের জখম করে। এ সময় ১১ জন রক্তাক্ত জখম হয়। ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে নতিডাঙ্গা গ্রামের রবিউলের পুত্র ভুলুকে চিকিৎসক রাজিবুল ইসলাম মৃত ঘোষণা করেন। আহতরা হলেন নতিডাঙ্গা গ্রামের সামসুল, হানিফ, জিয়াউর রহমান, বাবুল আক্তার, মিল্কি, হারেজ, ইরামূল ও বিশারত। গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, সদর উপজেলার রঘুনাথপুরে এক ধান ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী ইলিয়াছ সরদার। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা, ১৪ ভরি স্বর্ণ ও মালামাল লুটে নেয়। এ সময় ইলিয়াস শেখ তাদের বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বিএনপি নেতাসহ গ্রেফতার ৭২ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ ৩টি নাশকতা মামলার পলাতক আসামি বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে পুলিশ শুক্রবার ভোরে গ্রেফতার করেছে। তাছাড়া অন্যান্য মামলার পলাতক আসামি হিসেবে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চিরিরবন্দর থানা পুলিশ আমতলী বাজারে অভিযান চালিয়ে চিরিরবন্দর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আমতলী কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, তার বিরুদ্ধে গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগসহ নাশকতার ৩টি মামলা রয়েছে। পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার পলাতক ৭১ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আটক আসামিদের জেল হাজতে পাঠানো হয়। মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ সেপ্টেম্বর ॥ চাকরি ফিরে পাওয়ার দাবিতে নাটোরে মানববন্ধন ও মহাসমাবেশ করেছে ১৫টি পল্লীবিদ্যুত সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। শুক্রবার দুপুরে নাটোর রাজবাড়ী এলাকায় পল্লীবিদ্যুত সমিতি মিডার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারী লীগের ব্যানারে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৫টি সমিতির ৪ শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিয়াকত আলীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ৯ বছরের চুক্তিতে তাদের নিয়োগ দেয়া হলেও এখন তা মানা হচ্ছে না। বিভিন্ন সমিতিতে তাদের ছাঁটাই করা হচ্ছে। তাই তারা আগের বিধান ঠিক রেখে চাকরি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে রাজবাড়ির আনন্দ ভবনে সমাবেশে মিলিত হন তারা। ভারতীয় মদ জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগরীর মতিহার থানার শাহাপুর পদ্মার চরে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহম্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা ৮ বোতল ম্যাজিক মোমেন্ট হুইস্কি এবং ৯ বোতল ভারতীয় মদ মেডডোলিন জব্দ করে। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরকার স্মরণে সভা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল এন্ড কলেজ মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিলাত মুন্না এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেয়ার চেষ্টা করা হয়েছিল। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরকারের মতো ব্যক্তিরা সাহসী ভূমিকার রেখে দলকে কঠিন অবস্থার মুখ থেকে তুলে এনে এ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। স্বাধীনতা ও উন্নয়নের পক্ষের সকল মানুষ চিরদিন এদের স্মরণে রাখবে। শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কমান্ডার গাজী আবু তাহের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন মরহুম আব্দুল হামিদ সরকারের সহধর্মিণী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ। দুই মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জসিম ও জহিরুল ইসলাম নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাজীপাড়া এলাকার মৃত রজিম উদ্দিনের ছেলে জসিম ও একই এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম। ইট দিয়ে বাবা-ছেলেকে থেঁতলে দিল প্রতিপক্ষ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনে ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে বাবা-ছেলের শরীর থেঁতলে দিয়েছে বলে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মোতালিব মিয়া জানান, তিনিসহ পরিবারের সদস্যরা গত রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনে চেয়াম্যান প্রার্থী এ্যাডভোকেট কবির হোসেনকে সমর্থন না করে আবু হোসেন ভুইয়া রানুকে সমর্থন করেন। এ নিয়ে এ্যাডভোকেট কবির হোসেনের লোক লোকমান হোসেনদের সঙ্গে মোতালিব মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ লোকমান হোসেন, বাবু, ফজলু মিয়াসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মোতালিব মিয়ার ছেলে শরীফ মিয়ার কাঁচামাল ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে মোতালিব মিয়া ও তার ছেলে শরীফ মিয়ার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। কচুয়া প্রেসক্লাবের কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৩ সেপ্টেম্বর ॥ কচুয়া প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কচুয়া কোর্ট বিল্ডিং প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম দিপুর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি আলমগীর তালুকদার (দৈনিক জনকণ্ঠ),সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম দিপ (দৈনিক চাঁদপুর প্রবাহ) ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমন (দৈনিক সকালের খবর) নির্বাচিত হয়। কমিটির সদস্যরা হলো- সহসভাপতি খোরশেদ আলম শিকদার, সহসভাপতি মনির মুন্সী, সালাউদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী, কাউসার আহমেদ,দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আহম বশির, প্রচার সম্পাদক সবুর খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবুলাল সরকার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডাঃ কামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কিশোর কুমার। চার জেলেকে হস্তান্তর স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতীয় জলসীমায় অবৈধ অনপ্রবেশের দায়ে দুটি ট্রলারসহ আটক চার বাংলাদেশী জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীর সীমান্ত নদী কালিন্দীতে এ জেলেদের হস্তান্তর করা হয়। বাংলাদেশের পক্ষে বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন তাদের গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, রিভারা ইন বিজিবির লে. কমান্ডার তানভীর ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। অপরদিকে, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, শমসেরনগর বিএসএফ ক্যাম্পের এসি গ্রীশ চন্দ্র সেন। ফেরত আসা জেলেরা হলেন, পিরোজপুর জেলার লালমিয়া, বাগেরহাটের লিয়াকত আলী, কক্সবাজারের জামাল উদ্দিন ও আয়াত উল্লাহ। অস্ত্র ছিনতাই ও ডাকাতি মামলার আসামি আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা সদর উপজেলা বড়খামার এলাকা থেকে পুলিশের অস্ত্র ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলা ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের শামছুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। রবিউল সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বেনেখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিউল ব্রহ্মরাজপুর ইউনিয়নের পুরোহিত ভবসিন্ধু বর হত্যাচেষ্টার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।
×