ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইউরোপে ধূমপান ও মদ্যপান কমলেও বেড়েছে গাঁজার ব্যবহার

প্রকাশিত: ০৬:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৬

ইউরোপে ধূমপান ও মদ্যপান কমলেও বেড়েছে গাঁজার ব্যবহার

ইউরোপ জুড়ে ১৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ধূমপান ও মদ্যপানের হার কমে এলেও গাঁজার ব্যবহার বাড়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ‘এসপ্যাড রিপোর্ট’ শিরোনামে ২০১৫ সালে ইউরোপের অধিকাংশ দেশে করা ওই জরিপে নতুন এ তথ্য উঠে আসে। যদিও জার্মানি ও যুক্তরাজ্যে জরিপ চালানো হয়নি এবং স্পেনের জরিপের ফল অসম্পূর্ণ। জরিপ অনুযায়ী, ইউরোপের চেক প্রজাতন্ত্রে গাঁজার ব্যবহার সবচেয়ে বেশি (৩৭ শতাংশ)। চেক প্রজাতন্ত্রে কিশোর-কিশোরীদের মধ্যে গাঁজা সেবনের হার যুক্তরাষ্ট্রের (৩১ শতাংশ) হারের চেয়েও বেশি। ইউরোপের জরিপ চালানো দেশগুলোতে গাঁজা সেবনের গড় হার ১৬ শতাংশ। তবে স্পেনে এ হার বেশি (২৭ শতাংশ)। -বিবিসি
×