ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের সামনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী

প্রকাশিত: ০৯:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৬

জাতিসংঘের সামনে  আওয়ামী লীগ ও  বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে মাত্র এক শ’ গজের ব্যবধানে পরস্পরবিরোধী কর্মসূচী পালন করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপি। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে ভাষণের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। এর ঘণ্টাখানেক আগেই বিএনপির বিক্ষোভ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হয় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই। যুক্তরাষ্ট্র বিএনপির কোন কমিটি না থাকায় বিবদমান গ্রুপগুলো পৃথক পৃথক ব্যানার ব্যবহার করলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া স্লোগানে সকলেই ঐক্য দেখিয়েছেন। এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার ধারাবিবরণী উপস্থাপনের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। পুলিশের বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত পরস্পরবিরোধী এ কর্মসূচী থেকে আক্রমণাত্মক বক্তব্যও প্রদান করা হয়।
×