ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন বাহিনীকে লক্ষ্য করে রাসায়নিক গ্যাস ছোড়ে আইএস!

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৬

মার্কিন বাহিনীকে লক্ষ্য করে রাসায়নিক গ্যাস ছোড়ে আইএস!

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীদের ছোড়া রকেটে সম্ভবত রাসায়নিক গ্যাস ব্যবহার করা রয়েছে বলে বুধবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা। খবর এএফপির। ওই কর্মকর্তা জানান, দক্ষিণাঞ্চলের শহর কাইয়ারাহর বিমানঘাঁটির কাছে মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি এবং সন্দেহজনক বিষাক্ত গ্যাসের তাৎক্ষণিক কোন লক্ষণ দেখা যায়নি। আইএসের শক্তঘাঁটি মাসুলে হামলা চালাতে এই বিমানঘাঁটিকে শক্তিশালী করতে ইরাকী বাহিনীর সঙ্গে কাজ করছে কয়েক শ’ মার্কিন সৈন্য। নাম না প্রকাশ করার শর্তে ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানান, ঘাঁটির কাছে একটি বোমা বিস্ফোরিত হয়। পরে মার্কিন বাহিনীর একটি ছোট দল জায়গাটি পরিদর্শনে গিয়ে সন্দেহজনক এক খ-িত বস্তু খুঁজে পায়। এটি আলকাতরার মতো কালো তৈলাক্ত এক বস্তু। ঘাঁটিতে সেটা পরীক্ষা করেছে তারা। আর প্রাথমিক পরীক্ষায় বিষাক্ত গ্যাস পাওয়া গেছে। তবে দ্বিতীয় পরীক্ষার ফল এসেছে নেতিবাচক। এজন্য তৃতীয় নমুনাটি আরও ভালভাবে বিশ্লেষণের জন্য এক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই ঘটনাকে গুরুত্বহীন বর্ণনা করে এই কর্মকর্তা বলেন, ‘সামরিকভাবে’ বোমাটিকে অকার্যকর করা হয়েছে। তবে এটি দেখার পর আমরা খুব বেশি উদ্বিগ্ন হইনি। বাহিনীর যে অংশ এই দিকটি দেখভাল করছে তারা এখনও এর দূষণমুক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিমানগুলো মসুলে আইএসের রাসায়নিক অস্ত্রতৈরির একটি কারখানা ধ্বংস করেছে। পর্যবেক্ষকরা অভিযোগ করে বলেছেন, আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এবং পেন্টাগন নিশ্চিত করেছে যে, জঙ্গীরা ক্লোরিন এবং সালফার বোমা ব্যবহার করেছে। জোটের বিমানবাহিনীর সমর্থনে ইরাকী নিরাপত্তাবাহিনীর মসুল পুনর্দখলের অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ২০১৪ সালে এটি দখল করে আইএস। এরপর থেকে এটিই এখন ইরাকে আইএসের শেষ শক্তঘাঁটি।
×