ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক

সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিল জিপিএইচ ইস্পাত

প্রকাশিত: ০৬:৪২, ২১ সেপ্টেম্বর ২০১৬

সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিল জিপিএইচ ইস্পাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধনের দায়িত্ব নিয়েছে অন্যতম শিল্প গ্রুপ জিপিএইচ ইস্পাত। মঙ্গলবার এক অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছিরের প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ দায়িত্ব গ্রহণ করে। এছাড়া ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নে সহযোগিতা হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ভ্যানগাড়িও প্রদান করা হয় একই অনুষ্ঠানে। এ সময় নগর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, নাগরিকদের আন্তরিকতা ও সহযোগিতা থাকলে ক্লিন ও গ্রিন সিটি বাস্তবায়নে গতিশীলতা আসবে। অনুষ্ঠানে মেয়র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সম্মুখস্থ সড়কটির সৌন্দর্যবর্ধনের দায়িত্ব গ্রহণের জন্য জিপিএইচকে প্রস্তাব দিলে শিল্প গ্রুপটি সে প্রস্তাব গ্রহণ করে। অনুষ্ঠানে জিপিএইচ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, জিপিএইচ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ভ্যানসমূহ হস্তান্তর করছে। তদপুরি ‘আমরা ভূমিকম্প সচেতনতা সৃষ্টি ও পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশে প্রথমবারের মতো এশিয়ায় আধুনিক যন্ত্রপাতি স্থাপনপূর্বক নতুন প্লান্ট করে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে যাচ্ছি’। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মোহাম্মদ হোসেন, এএফ কবির আহমদ, ইসমাইল বালী, শফিউল আলম উপস্থিত ছিলেন। দ্রৌপদী সভাপতি, মনোয়ারা সম্পাদক নির্বাচিত ঠাকুরগাঁও মহিলা আ’লীগ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ সেপ্টেম্বর ॥ ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে দ্রৌপদী দেবী আগরওয়ালা সভাপতি ও মনোয়ারা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে ভোটের ফল ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন। সোমবার দুপুরে জেলা পরিষদের অডিটরিয়াম চত্বরে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন।
×