ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ট্যাম্পাকোর মালিকের বিরুদ্ধে এবার হত্যা মামলা দায়ের

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৬

ট্যাম্পাকোর মালিকের বিরুদ্ধে এবার হত্যা মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় রবিবার ৯ম দিনের মতো নিখোঁজদের সন্ধানে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তবে এদিন ধ্বংসস্তূপে জীবিত বা মৃত কারও সন্ধান মেলেনি। ওই ঘটনায় পরিচয় না পাওয়া ৬ লাশের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। শীঘ্রই অনুমতি পাওয়ার সম্ভাবনা। এদিকে কারখানায় অগ্নিকা- ও হতাহতের ঘটনায় কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনকে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় তার স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাতাসহ ১০ জনের নাম উল্লেখ আসামি করা হয়েছে। এছাড়াও কারখানার অজ্ঞাত কর্মকর্তা/কর্মচারীদেরও এ মামলায় আসামি করা হয়েছে। ভয়াবহ এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে ট্যাম্পাকো ফয়েলসে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনার পেছনে গ্যাস লাইনে লিকেজ দায়ী কিনা তা খতিয়ে দেখতে গঠিত তিতাসের কমিটির সদস্যরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, টঙ্গীর বিসিক নগরীতে বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে এবং ভেঙ্গেপড়া কাঠামোর নিচে চাপা পড়ে এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন।
×