ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্কুলছাত্র সজীব হত্যার প্রধান আসামি নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০১৬

চুয়াডাঙ্গায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্কুলছাত্র সজীব হত্যার প্রধান আসামি নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৮ সেপ্টেম্বর ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্কুলছাত্র সজীব হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩০) নিহত হয়েছে। রবিবার রাত ৩টার দিকে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাকিবুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউপি মেম্বার। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ জানান, র‌্যাবের একটি টহল দল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার গোবিন্দহুদায় টহলে গেলে একদল সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী রাকিবকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডবি পাড়ার রকিবুলের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে স্কুলছাত্র সজীবের লাশ উদ্ধার করে র‌্যাব। সজীব চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।
×