ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় প্রাইভেটকার খালে, এক পরিবারের তিন জনসহ নিহত ৫

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় প্রাইভেটকার খালে, এক পরিবারের তিন জনসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় প্রাইভেটকার খালে পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন, গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় একজন, চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস চাপায় একজন, দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় একজন এবং বাগেরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো। জানা গেছে, কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি প্রাইভেটকার খালে পড়ে গেলে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। লাকসাম উপজেলার ছিলোনিয়া ব্রিজের কাছে রবিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর চাটখিল থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলোনিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খালে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ওই প্রাইভেটকারের যাত্রী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের ঢাকায় আল আরাফাহ ব্যাংকে কর্মরত আনোয়ারুল কবির সোহাগ (৪০), তার ছেলে সাহেদ আল মুন্তাকিম শাহীন (৪), বার্জার পেইন্টে কর্মরত একই এলাকার বাদশা মিয়ার ছেলে শাহাবুদ্দিন রবি (৪৫), তার মেয়ে রাইকা তাবাসুম (৭), অপর মেয়ে রাইসা মুনতাসির (১২) পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মৃত শাহাবুদ্দিন রবির স্ত্রী জান্নাতুম নাঈম (২৯), তাদের ছোট মেয়ে মাহী মুনতাসির (৬), নিহত আনোয়ারুল কবির সোহাগের অন্তঃসত্ত্বা স্ত্রী মারজান বেগম নিশু (৩২) গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ওই খালের পার্শ্ববর্তী এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির নির্গত বর্জ্য ও বিষাক্ত পানিতে ডুবে যাত্রীরা দ্রুত প্রাণ হারায়। লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুর রহমান জানান, লাকসাম থানা পুলিশ, লালমাই হাইওয়ে পুলিশ, লাকসাম ফায়ার সার্ভিস ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচ থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার এবং নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনার মাত্র ২২ দিন আগে গত ২৭ আগস্ট লক্ষ্মীপুর থেকে ঢাকা বিমানবন্দরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে খালে পড়ে বিষাক্ত পানিতে ডুবে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছিল। গাজীপুর ॥ সড়ক দুর্ঘটনায় এক পল্লীচিকিৎসক নিহত ও অপর চারজন আহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল করিম (৪৫)। সে টাঙ্গাইলের নাগরপুর থানার জালালিয়া গ্রামের কালু মিয়ার ছেলে। আহতরা হলেনÑ গাইবান্ধার হিরু (২৮), কুষ্টিয়ার রাকিবুল (২৮), জাহিদ (২৭) এবং অজ্ঞাত যুবক। জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ জানান, সকাল ৮টার দিকে চক্রবর্তী বাসস্ট্যান্ডের কাছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রাগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পল্লীচিকিৎসক নিহত এবং অপর ৪ যাত্রী আহত হন। আহতদের শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে। পটিয়া ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন এক পথচারী। নিহতের নাম আবদুল জলিল চৌধুরী সওদাগর (৫৫)। তিনি হরিণখাইন এলাকার মৃত হাকিম শরীফের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। হরিণখাইন এলাকার ব্যাংকার বজলুল বারী জানিয়েছেন, চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস পথচারী জলিল সওদাগরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। চট্টগ্রাম ॥ নগরীর দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোঃ সালেহ আহমেদ (৭৫) একজন পথচারী। রবিবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধ সালেহ আহমেদ দেওয়ানহাট মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হতভাগ্য এ পথচারী নগরীর হালিশহর ঈদগাহ এলাকার বাসিন্দা। পুলিশ গাড়িটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে। বাগেরহাট ॥ বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট বৈলতলী কানারপুকুর নামক স্থানে শনিবার সন্ধ্যায় ফাল্গুনী এসি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জ কারাগারের কারারক্ষী আহাসান (৩২) নিহত হয়েছেন। এ সময় ওই প্রাইভেটকারে থাকা গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার আবু সায়েম (৪০) এবং কারারক্ষী জিয়াউল (৩৩) গুরুতর আহত হন। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জেলার আবু সায়েমকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। নিহত আহসানের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ছিলেন। ফকিরহাট হাইওয়ে থানার ওসি মান্নান ফরাজী জানান, গোপালগঞ্জ থেকে প্রাইভেটকারযোগে খুলনা যাওয়ার পথে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী কানারপুকুর স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ফাল্গুনী এসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ॥ বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক ও এক নারী যাত্রী নিহত এবং আহত হয়েছে ইজিবাইকের আরও ৫ যাত্রী। রবিবার বিকেল ৫টার দিকে ঢাকাÑখুলনা মহাসড়কে গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের পরিচয় জানা যায়নি। নিহত যাত্রী কল্পনা বেগম (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের আজিম চৌধুরীর স্ত্রী। গুরুতর আহত হয়েছেন আজিম চৌধুরীসহ তার দু’মেয়ে লামিয়া (৭) ও নিরুন্নাহার (৫)। এছাড়াও আহত হয়েছে সুবর্ণা (৪০) ও রহমান মোল্লা (২৬)। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে পিরোজপুরের নাজিরপুর থেকে ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর-রামগতি সড়কের নুড়িরগাছ তলা নামক এলাকায় সানফ্লাওয়ার নামে একটি বাসের ধাক্কায় তিন সিএনজি অটোরিক্সার নারী-পুরুষসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সিএনজি চালক মনির হোসেন, সিএনজি যাত্রী রোজিনা আক্তার ফারহানা, মাসুম, রিয়াদ ও আলআমিনসহ ৫ যাত্রীর অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা সানফ্লাওয়ার নামে একটি রামগতিগামী যাত্রীবাহী বাস নুড়িরগাছ তলা এলাকায় সিএনজি চালিত তিনটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনটি সিএনজি অটোরিক্সা রাস্তার পাশে ছিটকে গর্তে পড়ে চালকসহ ২০ যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×