ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বিস্ফোরণে আহত ২৯

প্রকাশিত: ০৫:৩১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্কে বিস্ফোরণে আহত ২৯

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছেন। শনিবার রাতের এ বিস্ফোরণে ম্যানহাটনের চেলসি এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিস্ফোরণটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো অপরাধ বলে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। তবে তদন্তকারীরা এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসের কোন যোগাসূত্র’ খুঁজে পাননি। এ ঘটনার পর ম্যানহাটনে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের। নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও ও নগর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তকারীরা বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকের সম্ভাবনা বাতিল করেছেন, কিন্তু তারা এটিকে বোমা বিস্ফোরণও বলছেন না। কিভাবে বিস্ফোরণটি ঘটেছে বলে তারা মনে করেন তাও জানাতে রাজি হননি। চেলসির বাসিন্দা নেহা জৈন (২৪) জানান, বাসায় বসে তিনি সিনেমা দেখছিলেন, তখন বিকট বিস্ফোরণের শব্দ পান এবং পুরো বাড়ি কেঁপে ওঠে। তিনি বলেন, ‘দেয়াল থেকে সব ছবি পড়ে যায়, পর্দাগুলো উড়তে থাকে, যেন বাতাসের ঝাপটা লেগেছে। তারপর ধোঁয়ার গন্ধ পাই। কী হয়েছে দেখতে নিচে নামার সঙ্গে সঙ্গেই দমকলকর্মীরা আমাদের ফিরে যেতে বলেন।’ পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দারা বের হয়ে আসায় চার ব্লক দূরে তার দিয়ে প্রেসার কুকারের সঙ্গে সংযুক্ত একটি সেলফোন (মোবাইল) পাওয়া যায়, এটি সম্ভবত ‘দ্বিতীয় আরেকটি ডিভাইস।’ এ ডিভাইস পাওয়ার খবর পেয়ে লোকজন দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। সিএনএনের প্রতিবেদনে আইন প্রয়োগকারী সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, এ ‘ডিভাইসটির’ কাছেই কিছু লেখা এক টুকরা কাগজ পাওয়া গেছে। আইন প্রয়োগকারী কর্মকর্তা ক্রিস্টোফার পিসানো জানান, আরও পরীক্ষা করে দেখার জন্য বস্তুটি নিরাপদে পুলিশের একটি ফায়ারিং রেঞ্জে সরিয়ে নেয়া হয়েছে এবং সতর্কতা হিসেবে ওই এলাকার আশপাশের বাসিন্দাদের রাস্তার দিকে মুখ করা জানালা থেকে দূরে সরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এক সপ্তাহ আগে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো উচ্চ সতর্কতাবস্থায় ছিল। সে পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এ বিস্ফোরণ ঘটল। এর আগে ২০১৩ সালে বস্টন ম্যারাথন বোমা হামলায় প্রেসার কুকারের ভেতরে বিস্ফোরক ভরে ‘সময় নিয়ন্ত্রক’র সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ম্যাসাচুসেটসের দুই ভাইয়ের চালানো ওই হামলায় তিনজন নিহত ও ২৬০ জন আহত হয়েছিলেন। ছুরিকাঘাতে জখম ৮ ॥ এদিকে, মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট ক্লাউডে একটি বিপণিবিতানের বেসরকারী নিরাপত্তাকর্মীর পোশাক পরা এক হামলাকারীর ছুরিকাঘাতে অন্তত আটজন আহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই হামলাকারী নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাত আটটার পরপরই সেন্ট ক্লাউডের ক্রসরোডস বিপণিবিতানে হামলার ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানায় পুলিশ। এ সময় সেখানে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল বলে জানান সেন্ট ক্লাউড পুলিশের শীর্ষ কর্মকর্তা উইলিয়াম ব্লেয়ার এ্যান্ডারসন। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, তারা গুলির শব্দ শুনেছেন। আহত আটজনকে সেন্ট ক্লাউড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো। পুলিশ বলেছে, ‘আমরা নিশ্চিত করছি, ছুরিকাঘাতকারী বিপণিবিতানের ভেতরে মরে পড়ে আছে।’ হামলাকারী একজনই ছিলেন এবং তার কাছে অন্তত একটি ছুরি ছিল বলে নিশ্চিত করেছেন এ্যান্ডারসন। তিনি আরও বলেন, ‘এটি সন্ত্রাসী হামলা কি-না, আমি তা বলতে চাচ্ছি না। কারণ আমরা তা জানি না।’ হামলার উদ্দেশ্য বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
×