ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহার ৯ দিনের দীর্ঘ ছুটির পরে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ছুটির পরে বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম হওয়ার কারণে বাজারেও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর সশরীরে উপস্থিতি কম হলেও মোবাইল ফোন বা অনলাইনে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার আদেশ দিয়েছেন। সূচকের এই উর্ধগতির দিনে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা বেশি ছিল। ফলে অন্যান্য খাতে মিশ্রাবস্থা থাকলেও সূচকে ইতিবাচক প্রভাব বেশি পড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঈদের আগে ডিএসইতে ৪৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯, কমেছে ১৩০ এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইত ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, মবিল যমুনা বিডি ও ডরিন পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- এসএমইএল লেকচার মিউচুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল টিউবস, এ্যাপেক্স ফুডস, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ফাস ফাইনান্স, জিপিএইচ ইস্পাত, রূপালী ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- সাভার রিফ্যাক্টরিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সামাতা লেদার, মেঘনা কনডেন্স মিল্ক, জেমিনি সী ফুড, ইভিন্স টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, রেনউইক যজ্ঞেশ্বর ও একমি ল্যাবরেটরিজ। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- কেডিএস এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, জিপিএইচ ইস্পাত, ফার কেমিক্যাল, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, মিথুন নিটিং ও ইস্টার্ন ব্যাংক।
×