ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের উৎসব

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের উৎসব

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের নতুন কমিটির অভিষেক উপলক্ষে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৌমিতা বিশ্বাস পুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপি জয়দেব ভদ্র। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্পাদকম-লীর সদস্য অনুরুদ্ধ ধর শান্তুনু, কবি তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, তোফাজ্জল সোহেল, ইয়াসিন খাঁ,ইফতেখার আহমদ ফাগুন, সীমান্ত দেব তুর্য, অর্পিতা দেব সৃষ্টি, অভিনেতা সাইফুদ্দিন জাবেদ, সদর থানার ওসি ইয়াসিনুল হক, শাদমান ইসলাম নাবিল প্রমুখ। এরপর অতিথিদের ক্রেস্ট তুলে দেনএসপি জয়দেব ভদ্র। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন পরাগ, গালিব ও এশ্বি।
×