ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিওয়ালা শামীম শাহেদ

প্রকাশিত: ০৪:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

সংস্কৃতিওয়ালা শামীম শাহেদ

সাজু আহমেদ ॥ বাংলাদেশের নন্দিত একজন মিডিয়াকর্মী শামীম শাহেদ। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনে সৃজন উৎসবের একজন সবুজ ও সতেজ মানুষ। দেশীয় সংস্কৃতির নানা শাখায় তার বিচরণ নিঃসন্দেহে গর্ব করার মতো। গুণী এই মানুষটির মধ্যে ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হয়ে ওঠার প্রবল সম্ভাবনা তরুণদের জন্য অনুকরণীয়। একক পরিচয়ে আবদ্ধ করা যায় না শামীম শাহেদকে। কারণ তিনি একাধারে লেখক, অভিনেতা, উপস্থাপক, নাট্যনির্মাতা এবং সংগঠক। বাংলাদেশের টেলিভিশন অনুষ্ঠানের বাঁকবদলে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। সমাজের উঁচু শ্রেণীর মানুষের ড্রইংরুম থেকে শুরু করে প্রান্তিক মানুষের দহলিজে তিনি নিয়ে গেছেন আমাদের টেলিভিশন চ্যানেলের নাটক ও টেলিফিল্মকে। ঈদ উৎসবের সাত দিনব্যাপী অনুষ্ঠানে সাত পর্বের নাটকের প্রচলন শুরু হয় মূলত শামীম শাহেদের হাত ধরেই। তাঁর নির্মিত ননফিকশন অনুষ্ঠাগুলোর মধ্যে- ‘আমার আমি’, ‘আয়নাঘর’, ‘আর্টিক্যাল থার্টিনাইন’ ও ‘আমি এখন কি করবো’ বিপুল দর্শকপ্রিয় অনুষ্ঠান। প্রচলিত স্রোতে ভেসে চলা মানুষ নন শামীম শাহেদ। ব্যতিক্রমী অথচ সহজ-সরলভাবে তুলে ধরেন জীবনের বাঁক-প্রতিবাঁকে লুকিয়ে থাকা গল্প। তাঁর মূল ভাবনায় নির্মিত ‘অ-এর গল্প’ সমাজের নানা অসঙ্গতিকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়। বাংলাভিশনে প্রচারিত অকথিত অথচ বাস্তব গল্পনির্ভর এ ফিকশনটি ইতোমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের টেলিভিশন নাটককে তিনি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অন্তহীন চেষ্টা করছেন। ‘প্রভাতী সবুজ সংঘ’, ‘চোর’, ‘একবার মুগ্ধ হতে চাই’ তাঁর উল্লেখযোগ্য নাট্যপ্রয়াস। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রসঙ্গে শামীম শাহেদ বলেন, আমাদের প্রতিদিনের পরিচিত সমাজের নানা গল্প অব্যক্ত থেকে যায়। সে গল্পগুলোই তুলে আনতে চাই। হোক না সেটা পকেটমার অথবা প্রতারকের গল্প। এগুলোর মধ্য দিয়ে মানুষকে সচেতন করানোই মূল উদ্দেশ্য বলে জানান শামীম শাহেদ। অভিনয়ের চেয়ে নাটক নির্মাণ করতেই বেশি পছন্দ তাঁর। হাজারও ব্যস্ততার পরও প্রতি ঈদে তিনি চ্যানেল আই ও বাংলাভিশনের জন্য নাটক নির্মাণ করেন। শামীম শাহেদ গদ্য, গল্প ও উপন্যাস লেখাতেও সিদ্ধহস্ত। আগামী বছর বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে তাঁর ভ্রমণ উপন্যাস ‘উড়োজাহাজের উড়ো চিঠি’। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি এ উপন্যাস রচনা করেছেন। ইতোমধ্যে তাঁর লেখা বেশকটি বই পাঠক মহলকে আপ্লুত করেছে। শামীম শাহেদ একজন মঞ্চকর্মীও বটে। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে তিনি অভিনয়ের পারঙ্গমতা দেখিয়েছেন ‘রক্তকরবী’, ‘নুরুলদীনের সারাজীবন’, ‘অচলায়তন’সহ আরও কয়েকটি নাটকে। সৃজনের সমুদ্রে অবগাহন করে তিনি কাটিয়ে দিতে চান জীবনের আদ্যোপান্ত। আর কালোর বিপরীতে ভালর সঙ্গে থাকতে চান সারাজীবন। জীবন শিল্পী শামীম শাহেদ নিরন্তর এগিয়ে যাবেন এই প্রত্যাশা।
×