ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেয়ায় হামলা ভাংচুর

প্রকাশিত: ০৪:২৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬

স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেয়ায় হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন ফিল্মিস্টাইলে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে নারীসহ ১৭ জনকে আহত করেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা দুটি বসতঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট করেছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামে। হাসপাতালে শয্যাশায়ী ওই গ্রামের রশিদ খলিফার পুত্র কালাম খলিফা জানান, তার স্ত্রী দুই সন্তানের জননী জীবন নেছা বেগম তিন বছর পূর্বে তারই অমতে ভাইদের টাকায় দুবাই যায়। এক মাস পূর্বে সে ছুটিতে দেশে এসে পুনরায় দুবাই যাওয়ার কথা বলে। এতে তিনি বাধা দেয়ায় তাদের দাম্পত্য কলহ দেখা দেয়। বৃহস্পতিবার রাতে সে তার স্ত্রী জীবন নেছাকে কয়েকটি চড়থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জীবন নেছার চাচাত ভাই মধ্যপিঙ্গলাকাঠী গ্রামের মামুন বেপারী, লুৎফর রহমান, সোহেল, এমরান, মোক্তার হোসেন, আকতার, মিজু বেপারী, জুলহাস, আব্দুল জলিল, সুজন, নিকটাত্মীয় হারুন সরদার, সুমন সরদার, রুবেল, রাব্বি ও আলামিনের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার দুপুর বারোটার দিকে কালাম খলিফার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে ফরহাদ হোসেন, তাজেলা বেগম, আজিজুল খলিফা, কালাম খলিফা, রিয়াজুল ইসলাম, মহিউদ্দিন, রাহেলা বেগম, হোসনেয়ারা বেগম, হাসি বেগম, ইসাহাক খলিফা, তুহিন খলিফা, সিরাজ খলিফা, গোলবানু বিবি, নুপুর বেগম, ছালমা বেগম, মীম খানম, মর্জিনা বেগমকে আহত করে। স্থানীয় সাবেক ইউপি সদস্য সামচুল হক জানান, হামলাকারীরা কালাম খলিফা ও শাহজাহান খলিফার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গুরুতর আহত ছয়জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নৈশ কোচে ডাকাতি॥ আহত ১০, আটক ৩ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ সেপ্টেম্বর ॥ সাভারে একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়। পরে পুলিশ কোচটি আটক করে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এরা হচ্ছে জাকির হোসেন, রোকন ও সুমিত। ডাকাতদের মারধরে চালক, সুপারভাইজার ও যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘রয়েল এক্সপ্রেস’ (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৮৩৩) নামের একটি নৈশ কোচ শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় (জাবি) এলাকায় পৌঁছলে সেখানে যাত্রী জাবি’র এক ছাত্রকে নামানোর সময় কয়েকজন ডাকাত প্রবেশ করে এবং সকল যাত্রীকে জিম্মি করে টাকা ও মোবাইল ফোন লুট করে।
×