ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যৌতুকের নির্যাতনে গৃহবধূ ও প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৪:০৮, ১৭ সেপ্টেম্বর ২০১৬

যৌতুকের নির্যাতনে গৃহবধূ ও প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ সেপ্টেম্বর ॥ স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে আমিনা বেগম হেপি (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। জানা গেছে, প্রায় এক বছর আগে নাজিরপুর ইউনিয়নের সহিস্যা তাঁতেরকাঠি গ্রামের দুলাল কাজীর ছেলে আরিফ হোসেন কাজীর (২৬) সঙ্গে পার্শ্ববর্তী কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আমির হোসেনের মেয়ে আমিনা বেগম হেপির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুর ও শাশুড়ি যৌতুকের জন্য আমিনা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। ঘটনার দিন রাত ৮টার দিকে শ্বশুর দুলাল গাজী, শাশুড়ি মনোয়ারা বেগম ও ননদ বিথি আমিনা বেগমকে নির্যাতন করে। একপর্যায়ে আমিনা সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ওই দিন রাত ১০টার দিকে আমিনা বেগমের লাশ উদ্ধার করে এবং শাশুড়ি মনোয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে একই দিন রাতে বাউফল পৌর শহরের ৯নং ওয়ার্ডের রাজ্জাক মুন্সীর কলেজ পড়ুয়া ছেলে সাইফুল ইসলাম (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রেমে ব্যর্থ হয়ে সাইফুল ঘরের পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম ইমাম নিয়োগ নিয়ে দ্বন্দ্ব নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ সেপ্টেম্বর ॥ মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের পাঁচবনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ ইব্রাহিম, পারভীন, হেলাল উদ্দিন, বাশার মিয়া ও সালাউদ্দিন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামে স্থানীয় বায়তুল ওলী জামে মসজিদে এখলাস মোল্লা নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেয়ার জন্য উদ্যোগ নেন ইব্রাহিম। কিন্তু এখলাস মোল্লাকে ইমাম হিসেবে নিয়োগ দেয়া হবে না বলে জানান প্রতিবেশী ফরহাদ। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ ফরহাদ, সোহেল ও মিলন ইব্রাহিমের ওপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রীসহ একই পরিবারের ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। মেধাবৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের আনোয়ারায় তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে দশ লাখ টাকার বৃত্তি প্রদান করেছে সাদ মুসা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ‘সাদ মুসা ক্রিয়েটিভ ট্রাস্ট।’ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সাদ মুসা ক্রিয়েটিভ স্কলারশিপের পৃষ্ঠপোষক ও সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মহসিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ প্রমুখ। স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ হচ্ছে চিতলিয়া বাজারে। শুক্রবার ডিলার মানিক ব্যাপারীর প্রতিষ্ঠান থেকে এই খাদ্যশস্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার। ডিলার সাইফুল আলম স্বপন ও আধারা যুব লীগের সভাপতি রিপন মাহমুদ প্রমুখ। শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সপ্তাহের এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ টাকা কেজি দরে এই চাল বিক্রি করা হবে।
×