ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পর্যটকদের আরেক পথ খুলে যাবে

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ শুরু হচ্ছে শীঘ্রই

প্রকাশিত: ০৪:০৭, ১৭ সেপ্টেম্বর ২০১৬

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ শুরু হচ্ছে শীঘ্রই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ সেপ্টেম্বর ॥ কলাপাড়ায় যোগাযোগের ক্ষেত্রে আরেক নবদিগন্তের সূচনা ঘটতে যাচ্ছে। জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর নির্মাণকাজ শীঘ্রই শুরু হচ্ছে। কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টে জাতীয় এ নেতার নামে সেতুটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে দরপত্র সম্পন্ন করে কার্যাদেশ দেয়া হয়েছে। ফলে বিকল্প পথে পর্যটনপল্লী গঙ্গামতির পাশ দিয়ে কুয়াকাটায় যেতে পর্যটক-দর্শনার্থীর আরেকটি পথ খুলে যাচ্ছে। এছাড়া আন্ধারমানিক নদীর বালিয়াতলী পয়েন্টের খেয়া পারাপারের দূর্ভোগ লাঘব হচ্ছে লাখো মানুষের। কুয়াকাটাগামী পর্যটক ছাড়াও বালিয়াতলী, লালুয়া, মিঠাগঞ্জ ও ধুলাসার ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৩ সালের ১৯ নবেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্রবন্দর প্রকল্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এ সেতুটির নির্মাণকাজ করছে। স্থানীয় প্রকৌশলী আব্দুল মান্নান জানান, সৈয়দ নজরুল ইসলাম নামের মূল সেতুর দৈর্ঘ্য ৬৭৭ মিটার। এর সঙ্গে রয়েছে দুই পাড়ের সংযোগ সড়ক। মূল সেতুর ব্যয় বরাদ্দ রয়েছে ৮৯ কোটি ৮৩ লাখ ৮৫০ টাকা। ১৩টি স্প্যানের ওপর নির্মিত হবে সেতুটি। এ বছরের ২৪ আগস্ট কার্যাদেশ দেয়া হয়েছে সেতুটি নির্মাণের জন্য। দুই বছর সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কেন যৌথভাবে সেতুটির নির্মাণকাজ করছে। প্রকৌশলী আব্দুল মান্নান আরও জানান, দু-একদিনের মধ্যে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী এ সেতুর নির্মাণকাজ এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। সিরাজগঞ্জের এসবি রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী মিলনমেলা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এসবি রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী মিলনমেলা ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এক্স-স্টুডেন্টস্ ্যাএসোসিয়েশন অব রেলওয়ে স্কুল (ইসার্স) আয়োজিত এই মিলন মেলায় প্রধান বক্তা সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক আব্দুস সোবহান মিঞা (৯২)। স্কুলের প্রাক্তন ছাত্র সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, বাংলাদেশের মানুষ যে জঙ্গীবাদকে ঘৃণা করে তার প্রমাণ আজও ঢাকার হিমাগারে ১৩টি জঙ্গীর লাশ পড়ে রয়েছে। এদের লাশ নিতে আসেনি তাদের আত্মীয় স্বজনেরা। তাই শুধু প্রাক্তন ছাত্রই নয় আজকের ছাত্রদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে জঙ্গীবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। প্রতি বছরের ন্যায় স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের জন্য সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। অপর প্রাক্তন কৃতী ছাত্র দুর্নীতি দমন কমিশনের সচিব এএম মোস্তফা কামাল মোবাইল ফোনে বক্তব্য রাখেন। এছাড়াও ইসার্সের অন্যতম উপদেষ্টা ডাঃ জহুরুল হক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, ডাঃ শেখ মনজুর রহমান, আফরোজা শাওন, গোলাম সরোয়ার মিয়া ।
×