ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

বিশেষ প্রতিনিধি ॥ বিদেশ সফরের আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর তাঁরা সোয়া এক ঘণ্টা বৈঠক করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্র সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ অধিবেশনকালীন বিভিন্ন কর্মসূচী সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারী সফরে বুধবার ঢাকা ছাড়বেন শেখ হাসিনা। সফর শেষে ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। সাধারণত বিদেশ সফরের যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রেসসচিব আরও জানান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সফরের সাফল্য কামনা করেন। রাষ্ট্র ও সরকার প্রধান এসময় ঈদ-উল-আযহার শুভেচ্ছা বিনিময় করেন বলেও জানান প্রেস সচিব।
×