ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এসডিজি বাস্তবায়নে সবার সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য

প্রকাশিত: ০৭:৫৭, ৮ সেপ্টেম্বর ২০১৬

এসডিজি বাস্তবায়নে সবার সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে সরকারের বিভিন্ন অংশের সঙ্গে নাগরিক সমাজ ও বেসরকারী খাতসহ সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। এসডিজিতে বাংলাদেশের জোরালো রাজনৈতিক অঙ্গীকার আছে। তাই এই লক্ষ্য অর্জনে সব পক্ষের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন : অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি কোন দেশের একক উন্নয়ন নয়। বৈশ্বিক এ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে আন্তর্জাতিকভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে। উন্নত দেশের সক্ষমতা অনুযায়ী আন্তর্জাতিক পরিম-ল থেকে পিছিয়েপড়া দেশগুলোর দিকে সহযোগিতার হাত প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে সেমিনারে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবর্ন্যান্স ইনোভেশন ইউনিটির মহাপরিচালক আবদুল হালিম।
×