ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পদ্মায় ডুবে ঢাবির দুই ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৬

পদ্মায় ডুবে ঢাবির দুই ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে মৈনটঘাটের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল। আবরার তাজুয়ার নির্ঝর ঢাকার উত্তরা ও আহমেদ হাসান ধানম-ির সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সহপাঠীরা জানায়, তারা ১৪ জন সহপাঠী মৈনটঘাট বেড়াতে আসে এবং তাদের অনেকেই দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে নির্ঝর ও হাসান পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটের কাছাকাছি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে। বঙ্গবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার খান জানান, নদীতে প্রবল স্রোত ছিল। তবু অল্প সময়ের মধ্যে আমরা অভিযান পরিচালনা করতে পেরেছি। গোসল করতে নেমে নিখোঁজ ॥ এদিকে পদ্মায় গোসল করতে গিয়ে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে লৌহজংয়ে বান্দেগাঁও গ্রামের আবু সাঈদের পুত্র। মঙ্গলবার দুপুরে মাওয়া পুরনো ফেরিঘাট এলাকায় এক বন্ধুকে নিয়ে গোসল করতে গিয়ে পদ্মার প্রচণ্ড স্রোতের টানে সে নিখোঁজ হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মাওয়া নৌ-পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
×