ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগস্টে পোশাক খাতে রফতানি আয় ২৭২ কোটি ডলার

প্রকাশিত: ০৪:১৭, ৭ সেপ্টেম্বর ২০১৬

আগস্টে পোশাক খাতে রফতানি আয় ২৭২ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগস্টে সবচেয়ে বেশি রফতানি আয় ২৭২ কোটি ৬২ লাখ ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় এসেছে মোট ৪৮৪ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় আসে ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছর হিসাবে প্রথম দুই মাসে তৈরি পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। গত জুলাইয়ে তৈরি পোশাক খাত থেকে রফতানি আয় আসে ২১১ কোটি ৭৫ লাখ ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কম ছিল। অর্থনীতিবিদরা ওই সময় বলেন, ‘আরলি শিপমেন্ট’-এর কারণে জুলাইয়ে তৈরি পোশাক খাতে রফতানি কমেছে। ঈদ-উল-আযহার কারণে গেল জুনে অনেক শিপমেন্ট অর্ডার হয়। আর তাই জুনে একটি ভাল প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়। তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাইয়ে ঈদের কারণে কর্মদিবস পাওয়া গিয়েছিল অনেক কম। ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় ৯ থেকে ১১ দিন বন্ধ ছিল সব কার্যক্রম। এছাড়া উৎপাদনে ‘বায়ার অর্ডার’ কিছুটা কম হয় জুলাইয়ে। এ কারণে রফতানি আয় কম হয়। তবে আগস্টে পুরো কর্মদিবস পাওয়া গেছে। তাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আয়ের ধারা। এছাড়া নতুন বাজারগুলো যেমন অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সাউথ আফ্রিকা, চীনে আমাদের রফতানি বাড়ছে। গত অর্থবছরে চীনে প্রায় ৩৪ কোটি ডলারের রফতানি হয়েছে। জুলাইয়েও এসব ক্ষেত্রে রফতানি বেড়েছিল। আগস্টেও বেড়েছে। তাই আগস্টে তৈরি পোশাক রফতানিতে বেশ ভাল প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর মতে, আগস্টে বড় ধরনের ছুটি না থাকায় রফতানি আয় ভাল এসেছে। পরবর্তী মাসগুলোতে এ ধারা থাকবে বলে আশা করছে ইপিবি।
×