ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হ টড সি, ফ্রাঙ্কেল

শক্তিশালী পাসওয়ার্ডের নতুন কৌশল

প্রকাশিত: ০৬:২৯, ৩ সেপ্টেম্বর ২০১৬

শক্তিশালী পাসওয়ার্ডের  নতুন কৌশল

কম্পিউটার পাসওয়ার্ড অনেকেই পছন্দ করে না। পাসওয়ার্ড তৈরির জন্য অর্থহীনভাবে কিছু বর্ণ ও সংখ্যার সমাবেশ ঘটাও। তারপর বিশেষ বিশেষ কীতে চাপ দাও। এ এক উটকো ঝামেলা। কিন্তু ডিজিটাল নিরাপত্তার জন্য পাসওয়ার্ড একান্তই প্রয়োজন। তবে এক্ষেত্রে একটা অসুবিধাও আছে। এই গোপন কোডটি মনে রাখা অসম্ভব বলে মনে হয়। আর সে জন্যই প্রতিটি লগিন পেজে ‘ফরগট পাসওয়ার্ড?’ শব্দ দুটো উল্লেখ করে পাসওয়ার্ড আজীবন ‘সংরক্ষণের’ ব্যবস্থা থাকে। এখন সব দেশের, সব স্থানের কম্পিউটার ব্যবহারকারীদের দারুণ স্মৃতির কারণ ঘটতে চলেছে। কারণ পাসওয়ার্ডের নতুন স্ট্যান্ডার্ডের আবির্ভাব ঘটছে এবং তার পেছনে রয়েছে ক্রমবর্ধমান সংখ্যক ব্যবসায় ও সরকারী সংস্থার সমর্থন। পাসওয়ার্ড এখন আর এত প্রায়শই বদলাতেই হবে কিংবা তাতে দুর্বোধ্য কিছু ক্যারেক্টারের সাড়ি থাকতেই হবে এমন নয়। পাসওয়ার্ড আগে সেখানে দেখতে লাগত (ড@৫যঢ়ড়ংঃ! সেটাই এখন হতে পারে এমন : সুপধঃষরশবংৎবধফরহমমধৎভরষফরহ, ঃযবধিংযরহমঃধুংবংঃ. লম্বায় দীর্ঘতর পাসওয়ার্ডকে পাসফ্রেজ বলা হয়। এ জন্য সাধারণত ১৬ থেকে ৬৪টি ক্যারেক্টর বা বর্ণ লাগে। লম্বা পাসওয়ার্ড লগিনের দিকে বার বার যাওয়ার বেদনাদায়ক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার উত্তরোত্তর সম্ভাবনাময় উপায় হিসেবে দেখা হচ্ছে। লগিন করা একমাত্র ক্রিপটোগ্রাফারেরই পছন্দের ব্যাপার হতে পারে, অন্য আর কারোর নয়। কার্নেগি মেলোন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু গবেষণায় সুনিশ্চিত হওয়া গেছে যে প্যারাফ্রেজ অনলাইন নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অতি কার্যকর ও উত্তম এক ব্যবস্থা। বেশ দীর্ঘ হওয়ার কারণেই হ্যাকিং প্রোগ্রামের পক্ষে এটা সহজে ভাঙতে পারা সম্ভব হয় না। কম্পিউটারের পক্ষে কবিতা বা গদ্যের সহজ বাক্য কঠিন হতে পারে। তবে এর চেয়েও ভাল দিকটা হলো লোকে সেগুলো সহজে ভুলবে না। সমান পরিমাণ নিরাপত্তার জন্য দীর্ঘ কলেবরের পাসওয়ার্ড মানুষের কাছে অধিকতর উপযোগী হয়ে উঠছে। এই পরিবর্তনের একটি লক্ষণ এ বছর পাওয়া যায় আমেরিকান সরকারের কম্পিউটার নীতির তত্ত্বাবধানে নিয়োজিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেকনোলজির দেয়া খসড়া সুপারিশমালায়। ওতে পাসওয়ার্ড ঢেলে সাজানোর, লম্বা লম্বা পাসওয়ার্ড ব্যবহারে উৎসাহিত করার এবং প্রতি ৬০ বা ৯০ দিন পর পর নতুন পাসওয়ার্ড অবলম্বনে বাধ্য করার রেওয়াজের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। সংস্থার সিনিয়র উপদেষ্টা পল গ্রাসি বলেন, পাসফ্রেজ ভাঙ্গা অনেক বেশি কঠিন এবং মনে রাখা অনেক বেশি সহজ। তিনি বলেন, আজকের পাসওয়ার্ডগুলো ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। ব্যবহারকারীরা সেগুলো মনে রাখতে পারে না যার ফলে সাইবার নিরাপত্তা ঘটিত যাবতীয় সমস্যার সৃষ্টি হয়। অনলাইনে ব্যয়িত সময়ের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড সহজ করার চাহিদাও সৃষ্টি হয়েছে। মনে করতে পারা কঠিন এমন কোর্ডের কারণে কম্পিউটারে কাজ করা, ই-মেইল করা, শপিং করা, গেম খেলা ইত্যাদি হাজারো কাজের জন্য ইন্টারনেটে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। সমীক্ষায় দেখা যায় আমেরিকায় একজন গড় মানুষের ১৯ থেকে ২৫টি ভিন্ন ভিন্ন অনলাইন পাসওয়ার্ড থাকে। তবে এক পাসওয়ার্ড বদলে সহজতর পাসওয়ার্ড বেছে নেয়ার প্রটোকলটা এখনও মন্থর রয়ে গেছে। অবশ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও প্রায়শই নতুন পাসওয়ার্ড নীতি অবলম্বন মন্থর করতে বাধ্য হচ্ছে কম্পিউটারগুলোর পুরনো ধারার কারণে। ওই পুরনো ব্যবস্থায় কোন নিরাপত্তা গ্রুপের পক্ষে লম্বা লম্বা পাসওয়ার্ড ধারণ করা কঠিন। তার পরও র‌্যাপিড ৭ নামে এক কম্পিউটার সিকিউরিটি ফার্মের সিনিয়র কনসালটেন্ট গুইলাউম বস নিরাপত্তা বাড়ানোর জন্য ক্লায়েন্টদের লম্বা পাসওয়ার্ড ব্যবহারের তাগিদ দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা জনপ্রিয় গান বা কবিতার লাইন প্যারাফ্রেজে ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন। কারণ হ্যাকাররা তথ্যের ভা-ার ডাউনলোড করে অতি প্রচলিত কথা বা শব্দমালা সহজেই বের করে ফেলতে পারে। প্যারাফ্রেজ প্রচলিত পাসওয়ার্ডের তুলনায় নিঃসন্দেহে জটিল। তার পরও ম্যাজিক বুলেট বলে যেমন কিছু নেই তেমনি নিখুঁত পাসওয়ার্ড বলেও কিছু নেই। সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×