ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের পার্টনারদের একই সঙ্গে উচ্ছেদ করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৬

জঙ্গীবাদের পার্টনারদের একই সঙ্গে উচ্ছেদ করতে হবে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গীবাদ ও জঙ্গীবাদের রাজনৈতিক পার্টনারদের একই সঙ্গে উচ্ছেদ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এ মুহূর্তে প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য। শুক্রবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গীবাদবিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে বেগম জিয়া ও বিএনপি জঙ্গীবাদীদের বাঁচানোর চেষ্টা করছে। বেগম জিয়া ও বিএনপি একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিল। তিনি বলেন, বেগম জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী এবং জঙ্গীবাদীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না। ইনু বলেন, দেশে এখন সবচেয়ে বড় বিপদ হলো জঙ্গীবাদ। আর এর নেপথ্যে রয়েছে বিএনপি-জামায়াত। বিএনপি এর নাটের গুরু। তাই যে কোন মূল্যে দেশবিরোধী শক্তি নিশ্চিহ্ন করতে হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সরকারের একার পক্ষে জঙ্গীবাদের দানবকে নিশ্চিহ্ন করা যাবে না। এজন্য সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন দলীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে শিরীন আখতার বলেন, জঙ্গীবাদবিরোধী অভিযান সাফল্যের পথে পরিচালিত করার জন্য প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা জরুরী। তিনি বলেন, ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী নাগরিক কমিটি গঠনের কাজ আরও সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ দলের কার্যকরী সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, এ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নুরুল আখতার, সাখাওয়াত হোসেন রাঙ্গা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, এ্যাডভোকেট সাদিক হোসেনসহ জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
×