ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গরুর শিংয়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু, জালনোটসহ আটক ৩

প্রকাশিত: ০৫:৫৫, ২ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীতে গরুর শিংয়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু, জালনোটসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে গরুর শিংয়ের গুঁতোয় এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। ভাটারায় ৯ তলার ছাদ থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এদিকে বিপুল পরিমাণ জালনোটসহ লালবাগ ও শ্যামপুর থানা এলাকা থেকে জাল কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গুলশান নতুন বাজার এলাকার ওভারব্রিজের নিচে গরুর গুঁতোয় আবেদ আলী (৬৫) নামে এ পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গুলশান প্লাজার সিকিউরিটি গার্ড ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের মাদুখাল এলাকায়। এ ঘটনায় পুলিশ গরুর মালিক ছলিম উদ্দিনকে আটক করেছে। গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ৬টার দিকে গুলশান ১ নম্বরের ফুটওভার ব্রিজের পাশের সড়কে ট্রাক থেকে কোরবানির জন্য কিনে আনা গরু নামাচ্ছিলেন ছলিম উদ্দিন। এ সময় দড়ি ছিঁড়ে পালানোর সময় আবেদ আলীকে গুঁতো দেয় গরুটি। এতে আবেদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু ॥ এদিকে রাজধানী ভাটারার আবাসিক এলাকার নয়তলার ছাদ থেকে পড়ে লাকী ত্রিপুরা (১৩) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। নিহত লাকীর বাবার নাম প্রতাপ সিং। গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নোয়াপাড়া গ্রামে। পুলিশ জানান, ভাটারার ১১ নম্বর রোডের উত্তর জোনের ডিসি বিধান ত্রিপুরায় বাসায় সাড়ে তিন বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুস্তাকিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনের নয়তলার ছাদে শুকনা কাপড় আনতে গেলে সেখান থেকে পিছলে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। কিন্তু পরে সেখানে অবস্থা অবনতি হলে ধানম-ি ল্যাব হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় লাকী ত্রিপুরার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জালনোটসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর লালবাগ ও শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, আলম মিয়া ওরফে জানে আলম (২৮) ও আলমগীর (৩০) ও মান্নান মুন্সী (২২) এ সময় তাদের নিকট থেকে ৬৩ লাখ ৭৭ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি টিম লালবাগ থানার শহীদ নগর এলাকায় অভিযান জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের সদস্য আলম মিয়া ওরফে জানে আলম ও আলমগীর গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৬৩ লাখ ৭৭ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও শ্যামপুর থানার পুলিশ জুরাইন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মান্নান মুন্সী নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে এক হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান জানান, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে সংঘবদ্ধ জাল টাকা কারবারি চক্র রাজধানীতে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডিবি পুলিশকে জানায়, তারা রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় বাংলাদেশী জালনোট পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। বিভিন্ন উৎসব উপলক্ষে তারা জালনোট বাজারজাত করে থাকে। আগামী ঈদকে সামনে রেখে তারা জালনোট মজুদ করছিল বলে জানায় গ্রেফতারকৃতরা। এ ঘটনায় লালবাগ ও শ্যামপুর থানায় মামলা হয়েছে।
×