ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা, আহত ৩

প্রকাশিত: ০৬:২০, ৩১ আগস্ট ২০১৬

কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলা, আহত ৩

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দক্ষিণাংশে চীনা দূতাবাসের ফটকে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। এতে হামলাকারী নিহত ও এক নারীসহ তিনজন আহত হয়েছে। রাশিয়ার টিভি নভোস্তির নিউজ সাইট আরটি জানিয়েছে, দূতাবাস কম্পাউন্ডের গেট ভেঙ্গে একটি গাড়ি ঢুকে পড়ার পর বিস্ফোরণটি ঘটে। কিরগিজস্তানের জরুরী মন্ত্রণালয় ইন্টারফ্যাক্সের কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছে, বিস্ফোরণটি চীনা দূতাবাসের কম্পাউন্ডে ঘটেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী জেনিস রাজাকোভ সাংবাদিকদের বলেন, আত্মঘাতী এ বিস্ফোরণে শুধু হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন নিরাপত্তারক্ষী। বিশকেক পুলিশের একটি সূত্র জানায়, মিতসুবিশি ডেলিকা ব্র্যান্ডের এই গাড়ি দূতাবাস কম্পাউন্ডে ঢোকার আগেই ফটকে বিস্ফোরিত হয়। দূতাবাসের পাশেই রাষ্ট্রদূতের বাসভবন। গাড়ির ভেতর একটি ‘বিস্ফোরক ডিভাইস’ বসানো ছিল। -এএফপি ও ওয়েবসাইট পায়রার দাম ৬০ লাখ! কুয়েতে একটি পায়রা নিলামে বিক্রি হয়েছে দুই লাখ ৮১ হাজার দিরহামে। যা বাংলাদেশী টাকায় ৬০ লাখ ৪৮হাজারেরও বেশি। গোলাবি নামের পায়রাটি চমৎকার এ্যাক্রোব্যাটিক পারফর্ম করতে পারে। তাই এত আয়োজন করে তাকে বিক্রি করা হয়েছে। নিলামের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে অনেকে এর সমালোচনা করেছেন যে, একটি পায়রার দাম কিভাবে এতো হয়। -জি নিউজ ২০৫০ সালে জনসংখ্যা হাজার কোটি আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে নয় শ’ ৯০ কোটিতে গিয়ে দাঁড়াবে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা সাত শ’ ৪০ কোটি। পপুলেশন রেফারেন্স ব্যুরোর (পিআরবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ আভাস পাওয়া গেছে। যদি পিআরবির অনুমান সত্য হয় তবে ২০৫৩ সালে বিশ্বের জনসংখ্যা হবে এক হাজার কোটি। যেখানে এশিয়া মহাদেশের জনসংখ্য ৯০ কোটি বৃদ্ধি পেয়ে পাঁচ শ’ ৩০ কোটি হবে। পিআরবির প্রেসিডেন্ট ও সিইও জেফরি জর্ডান বলেন, বিশ্বে জন্মহার হ্রাস পাওয়া সত্ত্বেও আমরা আশা করছি বিশ্বের জনসংখ্যা প্রায় এক হাজার কোটি হবে। -পিটিআই
×