ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইভটিজারের শাস্তি...

প্রকাশিত: ০৬:০১, ৩১ আগস্ট ২০১৬

ইভটিজারের শাস্তি...

এক মাতাল ইভটিজারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটাচ্ছেন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরপর বহু মানুষ ওই ছাত্রীদের প্রশংসা করেছেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় চত্বরে। ভারতে ইভটিজারদের পেটানো আর তার ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার বেশকিছু ঘটনা সম্প্রতি সামনে এসেছে। পুলিশকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, সেদিন বিশ্ববিদ্যালয় হোস্টেলে ফেরার সময় এক ছাত্রীর পথ রোধ করে বিনোদ সাহু নামে এক মোটরবাইক আরোহী। ওই ছাত্রীটিকে মোটরসাইকেলে চড়িয়ে হোস্টেলে এগিয়ে দেয়ার প্রস্তাবও দেয় বিনোদ। ওই ছাত্রীটি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়। তারপরই এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রীটি। একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় মাতাল ইভটিজারকে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দু’জনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন। ততক্ষণে পুলিশ হাজির হয়। জড়ো হয় অন্যরাও। প্রাণে বাঁচে ওই ইভটিজার। -বিবিসি ও এনডিটিভি
×