ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জসিমকে খুনের দায়েই ফাঁসিতে ঝুলতে হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ আগস্ট ২০১৬

জসিমকে খুনের দায়েই ফাঁসিতে ঝুলতে হচ্ছে

জনকণ্ঠ রিপোর্ট ॥ মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়েই ফাঁসির কাষ্ঠে যেতে হচ্ছে চট্টগ্রামের কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাশেমকে। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অর্থের জোগানদাতা হিসেবে খ্যাত মীর কাশেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মঙ্গলবার রায় দেন সুপ্রীমকোর্ট। এ রায়ে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়ে দেয়া মৃত্যুদ-াদেশ বহাল রাখা হয়েছে তার। একাত্তরে মীর কাশেমের নির্দেশেই চট্টগ্রাম টেলিগ্রাফ অফিস সংলগ্ন এলাকায় মহামায়া ভবনে (ডালিম হোটেল) জসিমকে অপহরণের পর নির্যাতন ও হত্যা করা হয়।
×